“বিরাঙ্গনা আলপনা” মঞ্চস্থ

- আপডেট সময় : ০৫:৩১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০১৭ ৪৯৪ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা নাগরিক নাট্যাঙ্গনের ৫৮ তম প্রযোজনা
“বিরাঙ্গনা আলপনা” মঞ্চস্থ
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা নাগরিক নাট্যাঙ্গনের ৫৮ তম প্রযোজনা বীর মুক্তিযোদ্ধা নাট্যকার শেখ নুর মোহাম্মদ জকু রচিত ও নাট্যভিনেতা খন্দকার হামিদুল ইসলাম আজম পরিচালিত নাটক “বিরাঙ্গনা আলপনা” উপজেলা মঞ্চে মঞ্চস্থ হয়েছে। নাটকটি মুক্তিযুদ্ধের আগে ও স্বাধীনতার ২৭ বছর পরের ঘটনার প্রেক্ষিতে রচিত। তৎকালিন মুক্তিযোদ্ধা কমান্ডার তার স্ত্রী, সন্তান হারিয়ে পাগলের মত খুজে বেড়িয়েছে, কিন্তু তাদের খুজে পায় নি, তারই বন্ধু যুদ্ধকালিন পিস কমিটির নেতা ও তার চামচারা তার স্ত্রীকে জোর করে তুলে নিয়ে পাকিস্থানি সেনাদের হাতে তুলে দিলে তারা পালাক্রমে ধর্ষন করে তাকে। বীরাঙ্গনা আল্পনা যুদ্ধের পর স্মৃতি হারিয়ে পাগলের মত পথে পথে ঘুরে বেড়ায়। তার সন্তান, স্বামিকে খুজে পায়না,যখন খুজে পায় তখন অপবিত্র দেহ নিয়ে সন্তান, স্বামির সাথে থাকতে চায় না, সমাজের উঁচুতলার মানুষ এখন সেই পিচ কমিটির নেতা কিয়ামত আলী ও তার চামচা চিকন আলী। জ্ঞান ফিরে পাবার পর আল্পনা কিয়ামত আলীকে হত্যা করে নিজে আত্বহত্যা করে জীবন দয়। নাটকে অভিনয় করেন জকু মিয়া, আজম, অমল, আয়ুব, শাহাবুল, রাজু, কবির, রমজান, রেজাউল, নারী চরিত্রে পৌর কাউন্সিলর সামসাদ রানু, শাহিনা খাতুন, রাহিমা পারভিনসহ এক ঝাক তরুন নাট্য শিল্পি। নাটকটি দর্শক নন্দিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান, সহকারি কমিশনার ভূমি আল ইমরান, থানা অফিসার ইনচার্জ আকরাম হোসেন, সমাজসেবা অফিসার আবু তালেবসহ উপজেলার কর্মকর্তবৃন্দ উপস্থিত ছিলেন।