পাখিভ্যান প্রদান করলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার

- আপডেট সময় : ০৫:২১:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০১৭ ২৯০ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গায় আত্মসমর্পণকারী এক মাদকব্যবসায়ীকে
পাখিভ্যান প্রদান করলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার
নিজস্ব প্রতিবেদক: ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেনের আহ্বানে সাড়া দিয়ে অন্ধকার থেকে আলোর পথে ফেরার প্রতিশ্রুতি ব্যক্ত করে চুয়াডাঙ্গা জেলার ৪৬৪জন মাদকব্যবসায়ী আত্মসমর্পণ করেছিল গত ৬মার্চ। আত্মসমর্পণকারী সেই মাদকব্যবসায়ীদের মধ্যে হত দরিদ্রদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে সাহায্য সহযোগিতার আশ্বাসও দিয়েছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার। তারই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে বেসরকারি সেচ্ছাসেবী সংস্থা আত্মবিশ্বাসের অর্থায়নে আত্মসমর্পণকারী মাদকব্যবসায়ী আলমডাঙ্গা উপজেলার নাগদাহ গ্রামের মৃত জবেদ বিশ্বাসের ছেলে আশাবুল ইসলাম (৪৪) কে পূর্ণবাসনের লক্ষে একটি ব্যাটারি চালিত পাখিভ্যান প্রদান করেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. তরিকুল ইসলাম, গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান, আত্মবিশ্বাসের উপ-পরিচালক মো. রফিকুল হাসান জোয়ার্দ্দার, প্রকল্প সমন্বয়কারী শাহেদ হাসান হালিম, প্রশাসনিক কর্মকর্তা হাসেম আলী, নাগদাহ অনির্বাণ সংঘের সহ-সভাপতি আজমল হোসেন জোয়ার্দ্দার, সেক্রেটারি মেজবাউর রহমান (শুভ্র) প্রমূখ।