দামুড়হুদায় জঙ্গিবাদ ও অটিজম বিষয়ে প্রশিক্ষন কর্মসূচি অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৫:১৫:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০১৭ ৩০৫ বার পড়া হয়েছে
দামুড়হুদা অফিস: দামুড়হুদায় জঙ্গিবাদ বিরোধী জনসচেতনামূলক প্রশিক্ষন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে জঙ্গিবাদ বিরোধীসভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলার যুব উন্নয়ন অধিদফতরের উপপরিচালক মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল হাসান। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, দামুড়হুদা মডেল থানার এসআই আনোয়ার হোসেন বাবু ও আদর্শ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কলিম উদ্দীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। এ ছাড়া অটিজম বিষয়ে প্রশিক্ষিত যুব-নারী পুরুষের মাঝে আলোচনা করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন ওয়ার্পের নির্বাহী পরিচালক আবেদ উদ দৌলা টিটন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ক্রেডিট সুপার ভাইজার সেলিম উদ্দীন।