জীবননগরে শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী শপথ

- আপডেট সময় : ০৫:১৩:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০১৭ ৩৬৩ বার পড়া হয়েছে
জীবননগর অফিস: জীবননগর মাধ্যমিক বিদ্যালয়ে সততা সংঘের সহযোগিতায় স্কুলের শিক্ষার্থীরা দুর্নীতি বিরোধী শপথ গ্রহণ করেছে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে গতকাল মঙ্গলবার শিক্ষার্থীরা এ শপথ গ্রহণ করে। সপ্তাহব্যাপী দুর্নীতি বিরোধী কর্মসূচির অংশ হিসেবে জীবননগর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী শপথ পাঠকালে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাইদুর রহমান, সহ-সভাপতি উম্বত আলী, সাধারণ সম্পাদক মুন্সী মাহবুবুর রহমান বাবু, গয়েশপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন-অর-রশীদ ও জীবননগর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক যাদব কুমার প্রামাণিক। এছাড়াও এ দিন পৌর মিলনায়তনে জনপ্রতিনিধিদের নিয়ে দুর্নীতি বিরোধী আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র জাহাঙ্গীর আলম। এ ছাড়াও বক্তব্য রাখেন কাউন্সিলর আবুল কাশেম, আতিয়ার রহমান, আফতাব উদ্দিন, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর মাহফুজা পারভীন বিউটি ও পরীছন বেগম।