আলমডাঙ্গায় স্কাউট মেলা উদ্বোধন

- আপডেট সময় : ০৫:০৮:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০১৭ ৩৮০ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার ফরিদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সকাল ৯টায় ৩ দিনব্যাপী ৫ম বসন্তকাব স্কাউট মেলা ২০১৭ অনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন। এ সময় তিনি কাব স্কাউটের উদ্দেশ্যে বলেন, তোমরা আগামী দিনের ভাবষত। নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলতে সুশিক্ষায় শিক্ষিত হয়ে স্কাউট আদর্শে আদর্শিত ও মুক্তিযুদ্ধের চেতনায় নিজেদেরকে গড়ে তলিবে। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা, ওসি তদন্ত মেহেদী রাসেল, আলমডাঙ্গা উপজেলা স্কাউট কমিশনার প্রধান শিক্ষক ইয়াকুব আলী মাষ্টার, উপজেলা স্কাউটের সম্পাদক রবিউল ইসলাম খান, বেলগাছি ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু ও বেলগাছী আ.লীগ সভাপতি সমীর দে। চুয়াডাঙ্গা জেলা কাব স্কাউট কমিশনার শাহানাজ ফারুকের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকবর আলী, উপজেলা কাব লিডার বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি হামিদুল ইসলাম আজম, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেফাউল হক, সাধারন সম্পাদক আশরাফুল আলম, ফরিদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিরাজুন নেছা, মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হারেজ উদ্দিন , প্রধান শিক্ষক মোসলেম উদ্দিন, প্রধান শিক্ষক শাহানারা খাতুন, আমিনুল ইসলাম, মোল্লা ফেরদৌস রিজভী, চুয়াডাঙ্গা সদর উপজেলা কাব লিডার মহিদুল হক প্রমূখ। অনুষ্ঠানে উপজেলার ১৬টি প্রাথমিক বিদ্যালয়ের কাব স্কাউট মেলায় যোগদান করেন। আজ সন্ধ্যায় কাব স্কাউট জাম্বুরী অনুষ্ঠিত হবে।