জীবননগর মনোহরপুর-খয়েরহুদা সড়কে সন্ধ্যা রাতে গণডাকাতি : লক্ষাধিক টাকাসহ মোবাইলফোন ছিনতাই

- আপডেট সময় : ০৫:৩৯:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০১৭ ৩৯৯ বার পড়া হয়েছে
জীবননগর অফিস: জীবননগর মনোহরপুর-খয়েরহুদা সড়কে গণডাকাতির ঘটনা ঘটেছে। জানা গেছে গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় জীবননগর উপজেলার মনোহরপুর-খয়েরহুদা সড়কের খেজুরতলায় ইজিবাইক, পাওয়ারটিলার ও মোটরসাইকেলের গতিরোধ করে ২০জনের নিকট থেকে নগদ প্রায় লক্ষাধিক টাকাসহ মোবাইলফোন ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ করেছে এলাকাবাসী। এ গণডাকাতির শিকার হয়েছেন খয়েরহুদা গ্রামের হাজী সানোয়ার হোসেনের ছেলে নাজিম উদ্দিন, মাছ ব্যবসায়ী তারেক, জীবননগর বাজারের সুইটি ভ্যারাইটি স্টোরের মালিক রফিকুল, মৃত জলিল মন্ডলের ছেলে সফি কামাল, রমজান আলীর ছেলে মিলন, তোফাজ্জেল মল্লিকের ছেলে মছিরুল, আ. মান্নানের ছেলে আশিক, আশাদুল ইসলামের ছেলে নাজমুল। ডাকাতির শিকার বেশকয়েকজন নিকট থেকে ঘটনাটি জানতে চাইলে তারা বলেন আমরা জীবননগর বাজার থেকে বাড়ি ফেরার পথে মনোহরপুর-খয়েরহুদা সড়কের খেজুর বাগানের নিকট পৌছালে মুখ বাধা ১২-১৩জন ডাকাত সদস্য দেশীয় অস্ত্র নিয়ে তারা আমাদের দাঁড় করায় এবং একে একে আমাদের বাগানের ভিতরে নিয়ে গিয়ে আমাদের কাছে থাকা নগদ টাকা মোবাইলফোন জোরপূর্বক ছিনিয়ে নেয়। এ দিকে স্থানীয়রা অভিযোগ করে বলেন, এ ডাকাতির ঘটনা ঘটেছে সন্ধ্যা সাড়ে ৭টায়। ঘটনার সাথে সাথে পুলিশকে ফোন দেওয়া হলে পুলিশ প্রায় ১ঘন্টা পরে ঘটনাস্থলে আসে। তারা আরও বলেন এ ঘটনা আজকে নতুন নয়। এর আগেও বেশ কয়েকবার একই স্থানে ডাকাতির ঘটনা ঘটলেও পুলিশ কোন পদক্ষেপ গ্রহন করেনি। এ ব্যাপারে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুলের সাথে কথা বললে তিনি বলেন এলাকাবাসী যে স্থানে ডাকাতির অভিযোগ করেছে, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখানে ডাকাতির তেমন কোন আলামত পাওয়া যায়নি। তবে ঘটনাস্থলে একটি ছেলে অভিযোগ করে তার নিকট থেকে নাকি একটি মোবাইল ফোন নিয়েছে। এদিকে এলাকাবাসী ডাকাতি বন্ধে মনোহরপুর-খয়েরহুদা সড়কের মাঝামাঝি একটি পুলিশ বক্স স্থাপনের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন।