ইট ভাটার ট্র্যাক্টর থেকে মাটি পড়ে বৃষ্টিতে কাদায় পরিণত : চুয়াডাঙ্গা ভালাইপুরে নিয়ন্ত্রণ হারিয়ে চাকা পিছলে গাছের সাথে ঢাকাগামী : জেআর পরিবহনের একটি কোচের গাছে ধাক্কা : আহত ১১ : অনেকের প্রাণে রক্ষা : চুয়াডাঙ্গার সড়ক-মহাসড়কে মাটিভর্তি ট্র্যাক্টর নিয়ে যাতায়াত : মরনফাঁদ

- আপডেট সময় : ০৫:১৫:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০১৭ ৪১৫ বার পড়া হয়েছে
ঘটনাস্থল থেকে ফিরে আফজালুল হক: চুয়াডাঙ্গার ভালাইপুরে গাছের সাথে যাত্রীবাহী বাসের ধাক্কায় ১১ জন আহত হয়েছে। ভালাইপুর মোড়ে একটি মোটরসাইকেলকে পাশ কাটাতে গিয়ে কর্দমাক্ত সড়কে বাসের চাকা পিছলে পাশের গাছের সাথে ধাক্কা লাগে। এ ঘটনায় বাসযাত্রী ১১জন আহত হয়। তবে প্রাণে বেঁচে গেছে বাসের অন্যান্য যাত্রী, পথচারী ও ফুটপাতের ব্যবসায়ীরা। গতকাল সোমবার সকাল সাড়ে ৬টার দিকে এঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনায় জেআর পরিবহনের চালক, হেলপার ও সুপারভাইজার বাস ফেলে পালিয়ে যায়। চুয়াডাঙ্গায় চলতি মাসে এ পর্যন্ত সড়ক দুর্ঘটনা ঘটেছে অন্তত ৫০টি। এর মধ্যে গত রোববারের ঘটনাটিসহ ১২টি ঘটনায় ২৬ জনের প্রাণহানি হয়েছে। ঘটনা বিশ্লেষণ করে দেখা যায়, প্রায় প্রতিটি ঘটনাতেই আছে অবৈধ যান। নছিমন-করিমন-আলমসাধুর মতো অবৈধ ভটভটির সঙ্গে এখন সড়কে যুক্ত হয়েছে ‘ইটভাটার ট্রলি’ আতঙ্ক। চলতি মাসে এই যান ছয়টি ঘটনায় ছয়জনকে সড়কে পিষে মেরেছে। ইটভাটার ট্রলি ট্রাক্টর বা পাওয়ার টিলারচালিত যান। এই যান দিয়ে সাধারণত ইটভাটার ইট, বালু বা মাটি পরিবহন করা হয়। অথচ ট্রাক্টর ও পাওয়ার টিলার দুটিই মাঠে কৃষিকাজের জন্য অনুমোদিত; সড়ক-মহাসড়কে পণ্য বা অন্যান্য সামগ্রী বহনের অনুমতি নেই।
গতকাল সোমবার সকাল ৬টার দিকে জেআর পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ১৪-৬৫৬১) মেহেরপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। সাড়ে ৬টার দিকে চুয়াডাঙ্গার ভালাইপুর মোড়ে পৌছূলে চুয়াডাঙ্গাগামী একটি মোটরসাইকেল অতিক্রম করতে গেলে বাসের সামনে চলে আসে মোটরসাইকেলটি। এসময় মোটরসাইকেলের পাশ কাটাতে গিয়ে হঠাৎ ব্রেক করলে রাস্তায় থাকা কাদামাটিতে বাসের চাকা পিছলে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সাথে ধাক্কা লাগে জেআর পরিবহনের যাত্রীবাহী বাসটির। এসময় বাসের ১১ যাত্রী আহত হয়। বাসের ড্রাইভার, হেলপার ও সুপারভাইজার বাস ফেলে সটকে পড়ে। আহতরা হলেন, চুয়াডাঙ্গা দামুড়হুদার চারুলিয়া গ্রামের আব্দুল্লাহ’র ছেলে হায়দার (৩৫), মেহেরপুর শহরের তাতীপাড়ার রফিকুল ইসলামের মেয়ে সালমা খাতুন (২০), রমজান আলীর মেয়ে রজনী (১৬), বোসপাড়ার মাহাবুবুর রহমানের ছেলে আবির (২২), ফৌরজারী পাড়ার মিঠুর ছেলে উজ্জ্বল (২১), সদর উপজেলার রাজনগর গ্রামের কিতাব আলীর স্ত্রী আফরোজা খাতুন (২০), মুজিবনগরের গহর আলীর ছেলে আমিনুল ইসলাম (৪০), ডমিনী দফাদরের মেয়ে সোনালী খাতুন (১৮), পুরন্দপুর গ্রামের মৃত হাজী আহমেদ আলির ছেলে আমিনুল ইসলাম (৫৭), রাজশাহী বাগমারা এলাকার আলতাবের ছেলে শাহারিয়া (৩০) এবং ঢাকা গাজীপুর জেলার সুলিলের স্ত্রী পুষ্প খাতুন (৬৭)। গত ১ মাসের দুর্ঘটনার মধ্যে ৩ মার্চ দামুড়হুদার জয়রামপুর কাঁঠালতলায় গরুবাহী লাটাহা¤॥^ার ভেঙে এক যুবক মারা যান। ৫ মার্চ আলমডাঙ্গার ব-বিলে একটি পরিবহনের সঙ্গে ভটভটির সংঘর্ষে এর চালক ও দুই যাত্রী নিহত হন। ১০ মার্চ জীবননগরের সন্তোষপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী একইদিনে দামুড়হুদার আরামডাঙ্গায় ট্র্যাক্টর চাপায় স্কুলছাত্র এবং ১২ মার্চ আলমডাঙ্গার শ্রীরামপুরে ভটভটি উল্টে একজন সবজি ব্যবসায়ী মারা যান। এ ছাড়া ২৪ মার্চ জীবননগরের দর্শনা মিলগেটের কাছে মোটরচালিত ভ্যান থেকে পড়ে এক নারী মারা যান। সবচেয়ে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গত রোববার। এদিন দামুড়হুদা উপজেলার জয়রামপুর বটতলায় চুয়াডাঙ্গা-জীবননগর মহাসড়কে বালুভর্তি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী ভটভটির (আলমসাধু) মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত ও নয়জন আহত হয়েছেন।