বিভিন্ন মহলের শোক প্রকাশ

- আপডেট সময় : ০৫:৫৩:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০১৭ ৩৩৩ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা-জীবননগর মহাসড়কে দামুড়হুদার জয়রামপুরে ট্রাক-আলমসাধুর সংঘর্ষে ১৩ শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ১৩ শ্রমিকের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। একইসাথে তিনি নিহত এই অসহায় পরিবারগুলোর পাশে থেকে এবং আহতদের চিকিৎসার্থে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে সমাজের বিত্তবাণসহ সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন। অপরদিকে, চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সাবেক ছাত্রদল নেতা শরীফুজ্জামান শরীফ দূর্ঘটনায় ১৩ শ্রমজীবীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের শোক সইবার শক্তি দিতে মহান আল্লাহ পাকের নিকট দোয়া কামনা করেছেন। সেই সাথে নিহতদের পরিবারসহ আহতদের চিকিৎসার্থে চুয়াডাঙ্গা জেলাবাসীকে সহযোগীতার হাত বাড়িয়ে দিতে অনুরোধ জানিয়েছেন। এছাড়াও দৈনিক সময়ের সমীকরণ পরিবারের পক্ষ থেকে প্রধান সম্পাদক নাজমুল হক স্বপনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।