চুয়াডাঙ্গা খাড়াগোদা-বদরগঞ্জ সড়কে লাটাহাম্বার গতিরোধ করে ডাকাতি চেষ্টার ঘটনায় মাঠের ভুট্টাক্ষেত থেকে ককটেল তৈরির সরঞ্জামসহ মানিব্যাগ উদ্ধার

- আপডেট সময় : ০৫:৪৬:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০১৭ ৩১৯ বার পড়া হয়েছে
তিতুদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের খাড়াগোদা মাঠ থেকে ডাকাতদলের একটি মানিব্যাগসহ ককটেল তৈরির কয়েকটি সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। জানাগেছে, গতকাল রবিবার খাড়াগোদা গ্রামের কয়েকজন কৃষক সকালে মাঠে কাজ করতে যাবার পথে ভুট্টাক্ষেতের পাশ দিয়ে যাবার সময় দেখতে পায় যে ক্ষেতের মধ্যে কিছু পড়ে আছে বিষয়টি ভালোভাবে দেখার জন্য এগিয়ে গেলে দেখতে পায় যে একটি মানিব্যাগ, ২০-৩০টি কাঁচের মার্বেল, দুই বান্ডিল সুতালি, কয়েকটি পেন্সিল বেটারী, অনেকগুলো খাতার পৃষ্ঠা পড়ে আছে বিষয়টি দেখে সন্দেহ হলে স্থানীরা দ্রুত সিন্দুরিয়া ক্যাম্পের ইনচার্জ এসআই বায়েজিতকে খবর দিলে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌছায় এবং বিষয়টি খতিয়ে দেখে সবগুলো সরঞ্জাম পুলিশ হেফাজতে নেন। এসআই বায়েজিত সময়ের সমীকরণকে জানান, গত বৃহস্পতিবার রাতে গোহাট থেকে ফেরার পথে খাড়াগোদা-বদরগঞ্জ সড়কে লাটাহাম্বার গতিরোধ করে ডাকাতদল যে ককটেল বিস্ফোরন করে পালিয়ে যায় তা এখান থেকে তৈরি করেছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। হয়তো ডাকাতদল তাদের কার্যক্রমে গরুব্যাবসায়ীদের কাছ থেকে তাড়া খেয়ে দ্রুত পলায়ন করার সময় ডাকাতদলের একটি মানিব্যাগ পকেট থেকে পড়ে যায়। তিনি আরও বলেন তবে মানিব্যাগে থাকা কাগজপত্র থেকে অপরাধীদের সনাক্তের প্রক্রিয়া চলছে।