চুয়াডাঙ্গায় পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সাজেদুর সভাপতি ও স্বপন সম্পাদক নির্বাচিত

- আপডেট সময় : ০৪:৩৫:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০১৭ ৩২০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার ত্রি-বার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল টাউন ফুটবল মাট সংলগ্ন সরকারি মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সম্মেলন কক্ষে শেখ শামসুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অত্র কমিটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো: সাখাওয়াত হোসেন এবং প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম মেহেরুল জোয়ার্দ্দার শেলটন।
প্রধান অতিথি বলেন, আমাদের উপর সরকারী অর্পিত দায়িত্ব পালন করে সংগঠন করি তাই কাজের মাধ্যমে সরকারের হাতকে শক্তিশালী করেই আমরা আমাদের ন্যায্য দাবী আদায় করবো। আপনারা কারো কথায় বিভ্রান্ত না হয়ে সংগঠনকে শক্তিশালী রাখুন নিয়মিত মাসিক চাদা পরিশোধ করুন। প্রধান বক্তা তার বক্তব্যে বলেন, বর্তমান প্রধানমন্ত্রী ২৮ হাজার মাঠ কর্মচারীদের প্রাণের দাবী “রাজস্ব খাত” প্রদান করেছে, গ্রহনযোগ্য বেতন স্কেল বাস্তবায়ন করেছে এবং আমাদের নিয়োগ বিধিসহ অন্যান্য ন্যায় সঙ্গত সকল দাবী ও কর্মচারী বান্ধব জননেত্রী শেখ হাসিনা-ই পুরণ করবেন করে আমরা বিশ্বাস করি। এসময় সংগঠনের বিভিন্ন দাবী তুলে ধরে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রওশন আরা, রাজীব হাসান, মাসুদ পারভেজ, মতিয়ার রহমান, আ: হালিম স্বপন আলী ও সাজেদুর রহমান প্রমূখ। অনুষ্ঠান শেষে সর্বসম্মতিতে মো: সাজেদুর রহমানকে সভাপতি ও মো: স্বপন আলীকে সাধারণ সম্পাদক এবং রওশন আরাকে মহিলা বিষয়ক সম্পাদিকা করে ২১ সদস্য বিশিষ্ট জেলা কমিটির নাম ঘোষনা করা হয়। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন আতিকুর রহমান।