ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি আন্ত:বিভাগ স্বাধীনতা কাপ ফুটবল প্রতিযোগিতায় : প্রশাসনিক বিভাগ ও বিবিএ’বিভাগের জয়লাভ

- আপডেট সময় : ০৪:১০:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০১৭ ৪২৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ চুয়াডাঙ্গার আন্ত:ডিপার্টমেন্ট স্বাধীনতা কাপ ফুটবল প্রতিযোগিতায় প্রশাসনিক বিভাগ ও বিবিএ’বিভাগ জয়লাভ করেছে। গকতাল বৃহস্পতিবার বিকেলে চুয়াডাঙ্গা টাউনক্লাব ফুটবল মাঠে অনুষ্ঠিত প্রথম খেলায় প্রশাসনিক বিভাগ ২-০ গোলে সমাজ বিজ্ঞান বিভাগকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে দুটি গোলই করেন সহকারি রেজিস্টার নাফিউল ইসলাম জোয়ার্দ্দার শান্ত। দ্বিতীয় খেলায় ট্রাইব্রেকারে বিবিএ ১-০ গোলে সিএসই বিভাগকে পরাজিত করে। গতকাল খেলার মাঠে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির ভাইস চেয়ারম্যান সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, ট্রেজারার প্রফেসর আব্দুল মোত্তালিব, পরিচালক (অর্থ) আব্দুল মজিদ বিশ্বাস, সহকারি রেজিষ্টার নাফিউল ইসলাম জোয়ার্দ্দার শান্ত, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো: মাহাবুব আলম, ইংরেজী বিভাগের প্রধান প্রফেসর ইমরোজ মোহাম্মদ সোয়েব, কৃষি অনুষদের প্রধান ড. নাহিদ পরভেজসহ ইউনিভার্সিটির সকল বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। ভাইস চেয়ারম্যান সকল ডিপার্টমেন্টের খেলোয়াড় ও কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেন এবং সারামাঠ ঘুরে ঘুরে খেলা উপভোগ করেন।