দর্শনায় সড়ক দূর্ঘটনায় এক গৃহবধুর মৃত্যু

- আপডেট সময় : ০৪:০০:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০১৭ ৩৩৭ বার পড়া হয়েছে
দর্শনা অফিস: চুয়াডাঙ্গার দর্শনায় পাখিভ্যান ও ইজিবাইকের ধাক্কায় হাজেরা বেগম (৫৭) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে দর্শনা রেলবাজার-বাসস্ট্যান্ড সড়কের মিলগেটের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত হাজেরা বেগম দর্শনা পৌর এলাকার আজমপুরের কেরুর ড্রাইভার (অবঃ) শামসুল হক এর স্ত্রী। প্রত্যক্ষদর্শী ও নিহতের পারিবারিক সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে গৃহবধূ হাজেরা বেগম শারীরিক অসুস্থতার জন্য কেরু হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে পায়ে হেঁটে বাড়ী ফিরছিলেন। পথিমধ্যে কেরুজ মিলগেটের সামনে রাস্তা পার হওয়ার সময় রেলবাজারের দিক থেকে দ্রæতগতিতে আসা একটি পাখিভ্যান তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি রাস্তার উপর ছিটকে পড়েন এবং এর পরপরই একই দিক থেকে আসা অপর একটি যাত্রীবোঝাই ইজিবাইক তাকে চাপা দিলে তিনি মারাত্মকভাবে আহত হন। এসময় স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।