আলমডাঙ্গায় গণহত্যা দিবসের প্রস্তুতিসভা

- আপডেট সময় : ০৩:৫৯:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০১৭ ৩২১ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা পরিষদ হলরুমে সকাল ১০টায় ২৫ মার্চ গনহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান। প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ কালীন মুক্তিযুদ্ধের সংগঠক বীর মুক্তিযোদ্ধা ডাঃ শাহাবুদ্দিন। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, ওসি তদন্ত মেহেদি রাসেল। উপজেলা সমাজ সেবা অফিসার আবু তালেবের উপস্থাপনায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আল ইমরান, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ওহিমদ্দিন, ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু, শিক্ষা অফিসার দীনেশ চন্দ্রপাল, প্রাথমিক শিক্ষা অফিসার আকবর আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, প্রধান শিক্ষক আবেদ আলী, প্রধান শিক্ষক হারেজ উদ্দিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তার পক্ষে শফিউদ্দিন, হারদী স্বাস্থ কমপ্লেক্সের পক্ষে ডাঃ তারিকুল ইসলাম, সমবায় অফিসার এবিএম আক্কাস আলী, বন কর্মকর্তা সিরাজুল ইসলাম প্রেস ক্লাবের সভাপতি হামিদুল ইসলাম আজম, মুক্তিযোদ্ধা শওকত আলী, আব্দুল জব্বার, দপ্তর কমান্ডার নাজিমদ্দিন প্রমূখ। সভায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন উপলক্ষে জাতীয়ভাবে কর্মসূচি নেওয়া হয়। ডাঃ শাহাবুদ্দিন বলেন আজ স্বাধীনতার ৪৬ বছর পর হলেও বঙ্গবন্ধু কন্যা প্রধান মন্ত্রী জননেন্ত্রী শেখ হাসিনা ২৫ মার্চ গণহত্যা দিবস পালন করার জন্য জাতীয় ভাবে সিদ্ধান্ত নিলেন এবং জাতিসংঘে পালনের জন্য অবহিত করেছেন।