বিশ্বসেরা তিন ফুটবলারের একজন হবে আর্জেন্টাইন দিবালা

- আপডেট সময় : ০২:৫৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০১৬ ৬০১ বার পড়া হয়েছে
খেলাধুলা ডেস্ক: আর্জেন্টাইন বিস্ময় বালক পাওলো দিবালার খেলায় মুগ্ধ ইতালি চ্যাম্পিয়ন জুভেন্টাসের কোচ ম্যাসিমিলিয়ানো আল্লেগ্রি। জুভিদের এই কোচ হুমকি দিয়ে রেখেছেন, খুব শিগগিরই দিবালা বিশ্বের সেরা ফুটবলারদের জায়গা দখল করতে যাচ্ছে। ২০১৫-১৬ মৌসুমে জুভেন্টাসে যোগ দেন দিবালা। আর নিজের প্রথম মৌসুমেই বাজিমাত করেন তরুণ এ তারকা। ৪৬ ম্যাচ খেলে ২৩ গোল করে হন দলটির মৌসুমের সর্বোচ্চ গোলদাতা। যা ইতালির শীর্ষ এই লিগে গত মৌসুমে এটি দ্বিতীয় সর্বোচ্চ গোল। আর্জেন্টিনার এই উঠতি ফরোয়ার্ড ভবিষ্যতে বিশ্বসেরা তিন ফুটবলারের একজন হবেন বলে মনে করেন জুভি কোচ আল্লেগ্রি। ইতালিয়ান সিরিআতে জুভেন্টাসকে টানা ষষ্ঠ শিরোপা জেতাতে ব্যাকুল আল্লেগ্রি সেরা অস্ত্র হিসেবে দিবালাকে মানছেন। শিরোপা ধরে রাখার মিশনে নামার আগে দলের অন্যতম সেরা মিডফিল্ডার পল পগবা ম্যানচেস্টার ইউনাইটেডে চলে গেলেও ২২ বছর বয়সী দিবালার খেলায় মুদ্ধ ইতালির এই কোচ। আর্জেন্টাইন বিস্ময় বালক পাওলো দিবালার খেলায় মুগ্ধ ইতালি চ্যাম্পিয়ন জুভেন্টাসের কোচ ম্যাসিমিলিয়ানো আল্লেগ্রি। জুভিদের এই কোচ হুমকি দিয়ে রেখেছেন, খুব শিগগিরই দিবালা বিশ্বের সেরা ফুটবলারদের জায়গা দখল করতে যাচ্ছে। ২০১৫-১৬ মৌসুমে জুভেন্টাসে যোগ দেন দিবালা। আর নিজের প্রথম মৌসুমেই বাজিমাত করেন তরুণ এ তারকা। ৪৬ ম্যাচ খেলে ২৩ গোল করে হন দলটির মৌসুমের সর্বোচ্চ গোলদাতা। যা ইতালির শীর্ষ এই লিগে গত মৌসুমে এটি দ্বিতীয় সর্বোচ্চ গোল। আর্জেন্টিনার এই উঠতি ফরোয়ার্ড ভবিষ্যতে বিশ্বসেরা তিন ফুটবলারের একজন হবেন বলে মনে করেন জুভি কোচ আল্লেগ্রি। ইতালিয়ান সিরিআতে জুভেন্টাসকে টানা ষষ্ঠ শিরোপা জেতাতে ব্যাকুল আল্লেগ্রি সেরা অস্ত্র হিসেবে দিবালাকে মানছেন। শিরোপা ধরে রাখার মিশনে নামার আগে দলের অন্যতম সেরা মিডফিল্ডার পল পগবা ম্যানচেস্টার ইউনাইটেডে চলে গেলেও ২২ বছর বয়সী দিবালার খেলায় মুদ্ধ ইতালির এই কোচ।