আলমডাঙ্গার কুমারী ইউনিয়ন মাতব্বর কল্যাণ সমিতির উদ্যোগে জঙ্গি বিরোধী মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০১:৪৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০১৬ ৪২৪ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা অফিস: গতকাল বিকেল ৪ টার দিকে আলমডাঙ্গা উপজেলা কুমারী ইউনিয়নের কামালপুর বটতলায় কুমারী ইউনিয়ন মাতব্বর কল্যাণ সমিতির উদ্যোগে জঙ্গি বিরোধী মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কুমারি ইউনিয়ন মাতব্বর কল্যাণ সমিতির সভাপতি হাজ্বী আজিজুল হক মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কুমারি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মজিবর রহমান, বন ও পরিবেশ সম্পাদক সৈয়দ সাজেদুল হক মুনি, ইউনিয়ন আওয়ামীলগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, ইউনিয়ন মাতব্বর কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক লিটন আহমেদ, হারদি স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিষ্ট আজিজুল হক সোমা, কামালপুর সামবীম ক্যাডেট স্কুলের পরিচালক আব্দুস সালাম সালেহীন। বিশিষ্ট সমাস সেবক আব্দুল মালেদের পরিচালনায় বক্তব্য রাখেন ইউপি সদস্য আব্দুর রশিদ, মহাবুল হক, জেসমিন আরা, দাউদ আলী, সমাজকর্মী শুকুর আলী, জামসেদ আলী, সাবেক মেম্বর রুহুল আমীন প্রমুখ।