আলমডাঙ্গা বেলগাছিতে মোটরসাইকেল চুরি

- আপডেট সময় : ০১:৪৬:১৫ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০১৬ ৩৬২ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা অফিস: গতকাল আলমডাঙ্গা উপজেলার বেলগাছি গ্রামের মাছ ব্যবসায়ি ফেরদৌস ওয়াহিদের একটি ডিসকভারি ১২৫ সিসি মোটর সাইকেল কে বা কারা চুরি করে নিয়ে যায়। থানা সূত্রে জানাগেছে, আলমডাঙ্গা স্টেশনপাড়ার বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাবের ছেলে ফেরদৌস ওয়াজেদ বেলগাছি গ্রামে শহরাব ডাক্তারের কাছ থেকে পুকুর লীজ নিয়ে প্রায় ২ বছর ধরে মাছের চাষ করে আসছে। প্রায়ই তারা মাছ বিক্রয় করে থাকে। গতকালও মাছ বিক্রয়ের জন্য পুকুরে মাছ ধরছিল। এসময় পুকুর পাড়ে তার ডিসকভারি ১২৫ সিসি মোটর সাইকেল রেখে জেলেদের সাথে কথপোকথনে ব্যস্ত ছিল। ঠিক সেই মুহূর্তে তার নিজস্ব ডিসকভারি ১২৫ সিসি মোটর সাইকেলটি চুরি হয়ে যায়। সেখান থেকে এসে মোটর সাইকেল দেখতে না পেয়ে বহু খোঁজাখুজির পর সন্ধ্যার দিকে আলমডাঙ্গা থানায় এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি করে। ফেরদৌস এই প্রতিবেদককে জানায়, বেলা সাড়ে ১২ টার দিকে আমার মোটর সাইকেলটি চুরি হয়েছে। যার মূল্য ১ লক্ষ ৫৭ হাজার টাকা।
নিউজটি শেয়ার করুন
- সর্বশেষ সংবাদ
- জনপ্রিয় সংবাদ