চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহন অনুষ্ঠানে হুইপ

- আপডেট সময় : ০৭:৩৩:০১ পূর্বাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০১৬ ৩৮৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শপথবাক্য পাঠ করান বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। শপথবাক্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল। এছাড়া বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কহিনূর বেগম। গতকাল বিকাল ৪টায় দৌলতদিয়াড় বাসষ্ট্যান্ডস্থ কার্যালয়ে শপথ গ্রহন অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত কমিটিতে যারা শপথ নিলেন:- সভাপতি মনিরুজ্জামান মনি, সহ-সভাপতি আবু তালেব, সহ-সভাপতি মো: জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো: মনিরুজ্জামান পান্না, সহ-সম্পাদক মো: মুকুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো: আমজেদ আলী, প্রচার সম্পাদক মো: আলী হোসেন, কোষাধক্ষ মো: শফিকুল ইসলাম মানিক, সদস্য ইদ্রিস আলী, সদস্য নাজমুল হক, সদস্য উজ্জল মন্ডল। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন শ্রমিক নেতা কবির হোসেন।