ইপেপার । আজ রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

নতিপোতা ইউনিয়নে বিট পুলিশিং সমাবেশ

প্রতিবেদক, দামুড়হুদা:
  • আপলোড টাইম : ১১:১৬:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪
  • / ৩৭ বার পড়া হয়েছে

‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ প্রতিপাদ্যে দামুড়হুদার নতিপোতা ইউনিয়নে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৫টায় নতিপোতা গ্রামের বাজারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নতিপোতা বিটের অফিসার (ভারপ্রাপ্ত) এএসআই মাহাবুল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা মডেল থানার পরিদর্শক (তদন্ত) শেখ মাহবুবুর রহমান।
এসময় প্রাধান অতিথি বলেন, মাদকসেবী ও মাদক ব্যবসায়ীরা দামুড়হুদা উপজেলায় প্রতিনিয়ত অসৎ উদ্দেশ্য যাতায়াত করে। আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি তাদের প্রতিহত করতে। পুলিশ সারাদেশে বিট পুলিশিং সেবা চালু করেছে। দামুড়হুদা যেমন একটি মডেল থানা। আপনাদের সবার একটি থানা, এই থানার ওসি হিসেবে এসআই রিয়াজুল ইসলাম দায়িত্ব দেওয়া হয়েছে। যাতে করে জনগণ আরও দ্রুত সময়ে যেকোনো ধরনের নাগরিক সেবা পেতে সক্ষম হয়।

তিনি আরও বলেন, বিট পুলিশিং হলো অনলাইন কেনাকাটার মত! আপনি ঘরে বসেই বিট পুলিশিং এর মাধ্যমে যেকোনো পুলিশি সেবা গ্রহণ করতে পারেন। দামুড়হুদা থানা এলাকায় আপনাদের যেকোনো সমস্যায় আমার দামুড়হুদা থানার দরজা আপনাদের জন্য সব সময় খোলা। কোনো ভয় বা সংকোচের কারণ নেই। আপনাদের থানায় আপনারা সরাসরি গিয়ে সেবা নেন। তেমনিভাবে এই ইউনিয়ন বিট পুলিশে সরাসরি গিয়ে সেবা গ্রহণ করতে পারেন। নিরাপদ দামুড়হুদা উপজেলা গড়ে তুলতে আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই। এখন শুধু প্রয়োজন আপনাদের সচেতনতা এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। পুলিশ এবং আপনারা হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে একটি স্মার্ট দামুড়হুদা গড়ে তোলা সম্ভব।

এসময় উপস্থিত ছিলেন নতিপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়ামিন আলী, দামুড়হুদা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই আসাদুর রহমান, নতিপোতা ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান, নতিপোতা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মতিয়ার রহমান মতি ও ১ নম্বর ওয়ার্ডের সদস্য মিজানুর রহমান। সমাবেশে স্বাগত বক্তব্য দেন দামুড়হুদা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই আসাদুর রহমান। সমাবেশে উপস্থিত জনসাধারণের মধ্যে থেকে মতামত প্রকাশ করেন পল্লি চিকিৎসক মো. ওয়াজতুল্লাহ্। অনুষ্ঠান পরিচালনা করেন আরটিভির জেলা প্রতিনিধি সাংবাদিক জহির রায়হান সোহাগ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

নতিপোতা ইউনিয়নে বিট পুলিশিং সমাবেশ

আপলোড টাইম : ১১:১৬:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪

‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ প্রতিপাদ্যে দামুড়হুদার নতিপোতা ইউনিয়নে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৫টায় নতিপোতা গ্রামের বাজারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নতিপোতা বিটের অফিসার (ভারপ্রাপ্ত) এএসআই মাহাবুল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা মডেল থানার পরিদর্শক (তদন্ত) শেখ মাহবুবুর রহমান।
এসময় প্রাধান অতিথি বলেন, মাদকসেবী ও মাদক ব্যবসায়ীরা দামুড়হুদা উপজেলায় প্রতিনিয়ত অসৎ উদ্দেশ্য যাতায়াত করে। আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি তাদের প্রতিহত করতে। পুলিশ সারাদেশে বিট পুলিশিং সেবা চালু করেছে। দামুড়হুদা যেমন একটি মডেল থানা। আপনাদের সবার একটি থানা, এই থানার ওসি হিসেবে এসআই রিয়াজুল ইসলাম দায়িত্ব দেওয়া হয়েছে। যাতে করে জনগণ আরও দ্রুত সময়ে যেকোনো ধরনের নাগরিক সেবা পেতে সক্ষম হয়।

তিনি আরও বলেন, বিট পুলিশিং হলো অনলাইন কেনাকাটার মত! আপনি ঘরে বসেই বিট পুলিশিং এর মাধ্যমে যেকোনো পুলিশি সেবা গ্রহণ করতে পারেন। দামুড়হুদা থানা এলাকায় আপনাদের যেকোনো সমস্যায় আমার দামুড়হুদা থানার দরজা আপনাদের জন্য সব সময় খোলা। কোনো ভয় বা সংকোচের কারণ নেই। আপনাদের থানায় আপনারা সরাসরি গিয়ে সেবা নেন। তেমনিভাবে এই ইউনিয়ন বিট পুলিশে সরাসরি গিয়ে সেবা গ্রহণ করতে পারেন। নিরাপদ দামুড়হুদা উপজেলা গড়ে তুলতে আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই। এখন শুধু প্রয়োজন আপনাদের সচেতনতা এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। পুলিশ এবং আপনারা হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে একটি স্মার্ট দামুড়হুদা গড়ে তোলা সম্ভব।

এসময় উপস্থিত ছিলেন নতিপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়ামিন আলী, দামুড়হুদা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই আসাদুর রহমান, নতিপোতা ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান, নতিপোতা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মতিয়ার রহমান মতি ও ১ নম্বর ওয়ার্ডের সদস্য মিজানুর রহমান। সমাবেশে স্বাগত বক্তব্য দেন দামুড়হুদা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই আসাদুর রহমান। সমাবেশে উপস্থিত জনসাধারণের মধ্যে থেকে মতামত প্রকাশ করেন পল্লি চিকিৎসক মো. ওয়াজতুল্লাহ্। অনুষ্ঠান পরিচালনা করেন আরটিভির জেলা প্রতিনিধি সাংবাদিক জহির রায়হান সোহাগ।