ইপেপার । আজসোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

মেহেরপুরে ভাইস চেয়ারম্যান পদে একই গ্রামের দুই প্রার্থী

প্রতিবেদক, গাংনী:
  • আপলোড টাইম : ০১:৩১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪
  • / ২২ বার পড়া হয়েছে

মেহেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে একই গ্রামের দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গতকাল সোমবার প্রচার-প্রচারণার শেষ সময় তারা ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেছেন। এই দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন- উপজেলা পরিষদের পুরুষ ভাইস চেয়ারম্যান পদে সদর উপজেলা দক্ষিণ শালিকা গ্রামের বাসিন্দা ও বর্তমান ভাইস চেয়ারম্যান আবুল হাশেম এবং একই এলাকার মোহাম্মদ শাহিন। নির্বাচনে আবুল হাসেমের প্রতীক চশমা ও মোহাম্মদ শাহিনের প্রতীক টিউবওয়েল। আগামীকাল বুধবার ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

জানা গেছে, মেহেরপুর সদর উপজেলা পরিষদের গত নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোমিনুল ইসলাম নির্বাচিত হয়েছিলেন। পরে সদর উপজেলার পিরোজপুর ইউনিয় দ্বিখণ্ডিত হয়ে বাড়াদী ইউনিয়ন হওয়ায় মোমিনুল ইসলাম ভাইস চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে বাড়াদী ইউনিয়নের চেয়ারম্যান পদে লড়ে নির্বাচিত হন। সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন আবুল হাশেম। অপরদিকে মোহাম্মদ শাহিন প্রথমবারের মতো ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

মেহেরপুরে ভাইস চেয়ারম্যান পদে একই গ্রামের দুই প্রার্থী

আপলোড টাইম : ০১:৩১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪

মেহেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে একই গ্রামের দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গতকাল সোমবার প্রচার-প্রচারণার শেষ সময় তারা ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেছেন। এই দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন- উপজেলা পরিষদের পুরুষ ভাইস চেয়ারম্যান পদে সদর উপজেলা দক্ষিণ শালিকা গ্রামের বাসিন্দা ও বর্তমান ভাইস চেয়ারম্যান আবুল হাশেম এবং একই এলাকার মোহাম্মদ শাহিন। নির্বাচনে আবুল হাসেমের প্রতীক চশমা ও মোহাম্মদ শাহিনের প্রতীক টিউবওয়েল। আগামীকাল বুধবার ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

জানা গেছে, মেহেরপুর সদর উপজেলা পরিষদের গত নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোমিনুল ইসলাম নির্বাচিত হয়েছিলেন। পরে সদর উপজেলার পিরোজপুর ইউনিয় দ্বিখণ্ডিত হয়ে বাড়াদী ইউনিয়ন হওয়ায় মোমিনুল ইসলাম ভাইস চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে বাড়াদী ইউনিয়নের চেয়ারম্যান পদে লড়ে নির্বাচিত হন। সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন আবুল হাশেম। অপরদিকে মোহাম্মদ শাহিন প্রথমবারের মতো ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।