ইপেপার । আজ বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ দিন

দামুড়হুদা-জীবননগরে চেয়ারম্যান হতে চান পাঁচ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৯:০৬:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
  • / ৫৫ বার পড়া হয়েছে

দামুড়হুদা উপজেলা পরিষদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগরের আপন ভাই বর্তমান চেয়ারম্যান মো. আলী মুনছুর বাবু ও চাচাতো চাচা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলাম এবং মো. আবু তালেব মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদিকে, ভাইস চেয়ারম্যান পদে মো. শফিউল কবির, মো. আব্দুর রাজ্জাক ও মাজেদুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন। আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে একমাত্র প্রার্থী হিসেবে মোছা. সাহিদা খাতুন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এছাড়া পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস এ এম জাকারিয়া আলম মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে। তবে নির্বাচন কমিশনের চূড়ান্ত তালিকায় তাঁর নাম আসেনি। এ বিষয়ে তাঁর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি মনোনয়নপত্র জমা দিয়েছি। তবে একটা ফরমে সমস্যার কারণে তালিকায় আমার নাম আসেনি। আশা করছি আজ (মঙ্গলবার) আমার নাম আসবে, ইনশাল্লাহ।’
অপর দিকে, জীবননগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান হাফিজুর রহমান ও এস কে লিটন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে জামায়াতে ইসলামীর চেয়ারম্যান পদে সাখাওয়াত ও ভাইস চেয়ারম্যান পদে হাফিজুর রহমান আলোচনায় থাকলেও দলীয় সিদ্ধান্তের কারণে তারা মনোনয়নপত্র জমা দেননি।
এদিকে ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত ও বর্তমান ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈসা ও কাজী সামসুর রহমান চঞ্চল এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও জীবননগর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোছা. আয়েশা সুলতানা লাকী ও উপজেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী রেনুকা আক্তার রিতা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে জীবননগর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মেজর আহমেদ বলেন, গতকাল সোমবার জীবননগর উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। এই নির্বাচনে চেয়ারম্যান পদে দুজন, ভাইস চেয়ারম্যান পদে দুজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আমরা নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করার প্রস্তুতি নিচ্ছি। নির্বাচনে প্রশাসন কঠোর ভূমিকা পালন করবে।
উল্লেখ্য, গতকাল সোমবার (১৫ এপ্রিল) ছিল প্রথম ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। আগামীকাল বুধবার (১৭ এপ্রিল) মনোনয়নপত্র যাচাই-বাছাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল ও আগামী ৮ মে বুধবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ দিন

দামুড়হুদা-জীবননগরে চেয়ারম্যান হতে চান পাঁচ প্রার্থী

আপলোড টাইম : ০৯:০৬:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

দামুড়হুদা উপজেলা পরিষদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগরের আপন ভাই বর্তমান চেয়ারম্যান মো. আলী মুনছুর বাবু ও চাচাতো চাচা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলাম এবং মো. আবু তালেব মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদিকে, ভাইস চেয়ারম্যান পদে মো. শফিউল কবির, মো. আব্দুর রাজ্জাক ও মাজেদুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন। আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে একমাত্র প্রার্থী হিসেবে মোছা. সাহিদা খাতুন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এছাড়া পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস এ এম জাকারিয়া আলম মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে। তবে নির্বাচন কমিশনের চূড়ান্ত তালিকায় তাঁর নাম আসেনি। এ বিষয়ে তাঁর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি মনোনয়নপত্র জমা দিয়েছি। তবে একটা ফরমে সমস্যার কারণে তালিকায় আমার নাম আসেনি। আশা করছি আজ (মঙ্গলবার) আমার নাম আসবে, ইনশাল্লাহ।’
অপর দিকে, জীবননগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান হাফিজুর রহমান ও এস কে লিটন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে জামায়াতে ইসলামীর চেয়ারম্যান পদে সাখাওয়াত ও ভাইস চেয়ারম্যান পদে হাফিজুর রহমান আলোচনায় থাকলেও দলীয় সিদ্ধান্তের কারণে তারা মনোনয়নপত্র জমা দেননি।
এদিকে ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত ও বর্তমান ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈসা ও কাজী সামসুর রহমান চঞ্চল এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও জীবননগর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোছা. আয়েশা সুলতানা লাকী ও উপজেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী রেনুকা আক্তার রিতা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে জীবননগর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মেজর আহমেদ বলেন, গতকাল সোমবার জীবননগর উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। এই নির্বাচনে চেয়ারম্যান পদে দুজন, ভাইস চেয়ারম্যান পদে দুজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আমরা নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করার প্রস্তুতি নিচ্ছি। নির্বাচনে প্রশাসন কঠোর ভূমিকা পালন করবে।
উল্লেখ্য, গতকাল সোমবার (১৫ এপ্রিল) ছিল প্রথম ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। আগামীকাল বুধবার (১৭ এপ্রিল) মনোনয়নপত্র যাচাই-বাছাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল ও আগামী ৮ মে বুধবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।