আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালনের সিদ্ধান্ত

চুয়াডাঙ্গায় রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস পালনে প্রস্তুতি সভা

সমীকরণ প্রতিবেদন:

আগামী ৮ই মে বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস-২০২৩ পালন উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রেডক্রস ও রেডক্রিসেন্ট আন্দোলনের প্রতিষ্ঠাতা মানবসেবী জীন হেনরী ডুনান্টের জন্মদিন উপলক্ষে কর্মসূচির মধ্যে রয়েছে- জাতীয় পতাকা ও রেডক্রিসেন্ট পতাকা উত্তোলন, কেক কাটা, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা।

চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিট চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মন্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন ইউনিট সেক্রেটারি শহিদুল ইসলাম সাহান। সভায় ইউনিটের ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন, কার্যনির্বাহী কমিটির সদস্য ও ডেলিগেট রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, রফিকুল ইসলাম, এম এম শাহজাহান মুকুল, শফিকুল ইসলাম শফি, হাবিবুল্লাহ জোয়ার্দ্দার ছটি, আসাদুজ্জামান কবীর, বিলকিস জাহান ও ইউনিট অফিসার তাসলিমা খাতুন উপস্থিত ছিলেন।

বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস পালন উপলক্ষে প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। কমিটির উপদেষ্টা হিসেবে ইউনিট চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু এবং আহ্বায়ক হিসেবে ইউনিটের ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেনকে মনোনীত করা হয়েছে। ইউনিটে কার্যনির্বাহী কমিটির সদস্যরা আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

সভায় ইউনিট চেয়ারম্যান মাহফুজুর রহমান মন্জু বলেন, ‘রেডক্রিসেন্ট বিশ্বব্যাপী আর্ত মানবতায় সেবা প্রদান করে আসছে। বাংলাদেশেও আর্ত মানবতার সেবা অব্যাহত রয়েছে। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সদর দপ্তর কর্তৃক চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিট ইতঃমধ্যে খুলনা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইউনিট নির্বাচিত হয়েছে। এবার আমাদের লক্ষ্য থাকবে দেশ সেরা ইউনিটে উন্নীত হওয়া। এ জন্য আজীবন সদস্য ও জেলার সর্বস্তরের মানুষের কাছে সহযোগিতা কামনা করছি।’