চুয়াডাঙ্গা রবিবার , ১৯ মার্চ ২০২৩

এক ম্যাচ হাতে রেখেই আজ সিরিজ জয়ের হাতছানি

নিউজ রুমঃ
মার্চ ১৯, ২০২৩ ১০:২১ অপরাহ্ণ
Link Copied!

খেলাধুলা প্রতিবেদন:
বাংলাদেশ কি আজ সিরিজ নিশ্চিত করে ফেলবে? আয়ারল্যান্ডের বিপক্ষে এক ম্যাচ আগেই সিরিজ চলে আসবে তামিম ইকবালের দলের হাতে? সে প্রশ্ন সামনে রেখেই আজ দুপুরে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মাঠে গড়াবে বাংলাদেশ আর আয়ারল্যান্ডের তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে।

সিরিজ শুরুর আগে সব হিসেব নিকেশেই বাংলাদেশ ছিল ফেবারট। প্রথমদিন বাংলাদেশ যে ক্রিকেট খেলেছে, তা দেখে তামিম বাহিনীকে আরও অনেক বেশি উজ্জ্বল, সমৃদ্ধ ও শক্তিশালী মনে হয়েছে। সাকিব, তৌহিদ হৃদয় আর মুশফিকুর রহিমরা স্বচ্ছন্দ-সাবলীল ব্যাটিং করেছেন।

আইরিশ বোলারদের বিপক্ষে হাত খুলে ইচ্ছেমত শটস খেলার পাশাপাশি, চার ও ছক্কার ফুলঝুরি ছুটিয়েছেন। এরপর পেসার এবাদতের বারুদ ঝরানো বোলিংয়ের সামনে আইরিশদের আসলে অতিশয় দূর্বল ও কমজোরি মনে হয়েছে।

ওদিকে ব্যবধানের তারতম্যেও বাংলাদেশ রেকর্ড করেছে। গত শনিবার আইরিশদের বিপক্ষে ২০৭ রানের জয়টি যে একদিনের ক্রিকেটে বাংলাদেশেরই সবচেয়ে বড় জয়। এমন রেকর্ড গড়া জয়ের পর খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশ অনেক বেশি উজ্জীবিতি ও অনুপ্রাণিত।

এখন আজ টাইগাররা সেই পারফরমেন্সের পুনরাবৃত্তি ঘটাতে পারলে আইরিশদের সিরিজে ফেরা হবে অনেক কঠিন। অনেক বেশি চ্যালেঞ্জিং।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।