চুয়াডাঙ্গা দামুড়হুদার আদর্শগ্রাম কোষাঘাটার হাতুড়ি ডাক্তার বাবুর বিরুদ্ধে অভিযোগ ভুল চিকিৎসায় কৃষক দরুদের অঙ্গহানি প্রায়! উপযুক্ত শাস্তি দাবি
- আপলোড টাইম : ০২:২৮:২৭ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০১৭
- / ৪১১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার আদর্শগ্রাম কোষাঘাটায় এক হাতুড়ি ডাক্টারের ভুল চিকিৎসায় পা হারাতে বসেছেন এক রোগী। ভুক্তভোগী রোগীর অভিযোগের ভিত্তিতে জানা যায়, কিছুদিন আগে কোষাঘাটা গ্রামের মো. আরজ আলীর পুত্র দরুদ আলী তার নিজ কলা বাগানে সেচ দিচ্ছিলেন। এ সময় তার পায়ে একটি তীক্ষè কাটা ফোটে। অনেক চেষ্টা করেও বের করতে না পেরে একই গ্রামের মৃত সোনা মল্লিকের ছেলে হাতুড়ি ডাক্টার বাবুর স্বরনাপন্নহন। যেমন রোগী তেমন ডাক্টার শুরু করে দিলেন তেলেসমাতি পায়ে ইনজেকশন দিয়ে অবাস করে নিয়ে খোচাতে লাগলেন মনের মত। ইনজেকশনের প্রতিক্রিয়া বন্ধ হয়ে গেলে দরুদ আলী তার পায়ে ব্যাথা অনুভব করে। পরে যন্ত্রনায় কাতরাতে কাতরাতে তার কাছে গেলেই কখনো ব্যাথার ইনজেকশন আবার কখনও বা গ্যাসট্রিকের ঔষধ খাইয়েদেন। এমতাবস্থায় তার চিকিৎসা সেবায় কোনো ফল না পেয়ে গতকাল চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ছুটে আসেন দরুদ আলী। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তার পায়ের অবস্থা দেখে হাসপাতালে ভর্তি হবার পরামর্শদেন। পরামর্শ মোতাবেক সে এখন সদর হাসপাতালে ভর্তি আছেন। এ ব্যাপারে দরুদ আলী আরো জানান, গ্রামের হাতুড়ি ডাক্টার বাবু শুধু তারই নয় গ্রামের একাধিক রোগীর সাথে এ ধরণের প্রতারণ করে আসছে। গ্রামে একটি ছোট্ট ঘর নিয়ে কিছু ওষুধ পত্র রেখে চালিয়ে যাচ্ছেন এই চিকিৎসা ব্যবসা। সম্প্রতি একজন হৃদরোগে আক্রান্ত রোগী তার কাছে গেলে চিকিৎসা করার নাম করে বিভিন্ন তালবাহানার করতে থাকে। এক পর্যায়ে তার অপচিকিৎসায় রোগীর মৃত্যু ঘটে বলে জানা যায়। ভূক্তভোগী গ্রামবাসীর দাবি হাতুড়ি ডাক্টার বাবুকে আইনের আশ্রয়ে নিয়ে এহেন কর্মকান্ডের উপযুক্ত শাস্তি দেওয়া প্রয়োজন। সাথে সাথে ভুল চিকিৎসার স্বীকার দরুদ আলীর চিকিৎসা খরচ বাবুকে নিতে হবে।