
প্রতিবেদক, মুজিবনগর:
মেহেরপুরের মুজিবনগরে কৃষক সমাবেশ ও তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে মুজিবনগরের আম্রকাননে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথি হিসেবে এ সমাবেশ ও মেলার উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমানে কৃষকদের জীবনমান অনেক উন্নয়ন হয়েছে। শেখ হাসিনার সরকার প্রতিবছর কৃষকদের জন্য অনেক ভর্তুকি দিচ্ছে। কৃষকদের বীজ, সারসহ গ্রামপর্যায়ে কৃষি পরামর্শের ব্যবস্থা করেছে বর্তমান সরকার। আওয়ামী লীগ কৃষিবান্ধব সরকার।’
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আবু হোসেনের সভাপতিত্বে মেলায় প্রধান আলোচক ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও এপিএক্সপার্ট পোলের সদস্য কৃষিবিদ হামিদুর রহমান। তিনি বলেন, কৃষি অত্যন্ত প্রাচীন পেশা। বাংলাদেশ এক সময় কৃষিতে পিছিয়ে ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন কৃষকদের বন্ধু। তিনিই ছিলেন আধুনিক কৃষির সূচনাকারী। তারই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় ‘এক ইঞ্চিও জমি খালি থাকবে না’ এই নির্দেশনাকে বাস্তবায়ন করতে চেষ্টা করছে কৃষি বিভাগ।
সমাবেশে আরও বক্তব্য দেন কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের পরিচালক মোখলেছুর রহমান, মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান ও অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম। এবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প ও যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আয়োজনে মেলায় ১৩টি স্টল স্থান পেয়েছে। ২০ মার্চ এ মেলার সমাপনী হবে।