হাটবোয়ালিয়া নতুন বাজারে বাইতুল নুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন
- আপলোড টাইম : ০১:৫৮:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০১৭
- / ১১৮৭ বার পড়া হয়েছে
হাটবোয়ালিয়া প্রতিনিধি: গতকাল আলমডাঙ্গা হাটবোয়ালিয়া নতুন বাজারে বাইতুল নুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তরের শুভ উদ্বোধন করেন ভাংবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক কাউছার আহমেদ বাবলু। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য আশাবুল হক ঠান্ডু, মোঃ আব্দুস সাত্তার, রউজেল, আব্দুল হক, আঃ জাজাল, বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আব্দুল কাদের। এছাড়াও কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাসির উদ্দিন, আনারুল, আলা উদ্দিন, আক্তার, ডাবলু, কলিং, বন্ধন, মামুনসহ শতাধিক মসুল্লি। এসময় প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান কাউছার আহমেদ বাবলু জানান, মসজিদটি নির্মাণ করতে ১৮ লাখ টাকা ব্যয় হবে। এই টাকা স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও মসজিদ কমিটির অর্থায়নে নির্মিত হবে। তিনি সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানান, এই ধরনের মহৎ কাজে সহায়তার হাত বাড়িয়ে দিতে।