
সমীকরণ প্রতিবেদক:
এমফিল ডিগ্রি অর্জন করায় ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ্ বিভাগের প্রভাষক মো. শরিফুল ইসলাম শরিফকে সম্মাননা দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে তাঁকে সম্মাননা দেওয়া হয়। মো. শরিফুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগ থেকে (ইউজিসি ও বিশ্ববিদ্যালয় ফেলোশিপ প্রাপ্ত হয়ে) এমফিল ডিগ্রি অর্জন করেন। তাঁর গবেষণার বিষয়বস্তু ছিল ‘উবসড়মৎধঢ়যরপ ঞৎধহংরঃরড়হ ধহফ গড়ফরভরপধঃরড়হং ড়ভ উবঢ়বহফবহপু জধঃরড়ং রহ ইধহমষধফবংয’। তিনি প্রফেসর ড. মো. ইসমাইল তারেকের তত্ত্বাবধানে গবেষণা সমাপ্ত করেন।
সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান রিয়াজুল ইসলাম জোয়ার্দার টোটন, ডেপুটি রেজিস্ট্রার নাফিউল ইসলাম জোয়ার্দার, পরীক্ষা নিয়ন্ত্রক ও সহযোগী অধ্যাপক মো. নাহিদ পারভেজ, পাবলিক হেলথ্ বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক সাজিন ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা এবং পাবলিক বিভাগের শিক্ষকেরা।