ইপেপার । আজ বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গা সরোজগঞ্জ জমির আইল কাটা নিয়ে সংঘর্ষে আহত ১

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:১৮:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০১৭
  • / ৩৬৫ বার পড়া হয়েছে

fgffgf

শহর প্রতিবেদক: চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বহালগাছীতে জমির আইল কাটা নিয়ে প্রতিপক্ষের কিল-ঘুষিতে আবু তালেব (৩৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।  জমির আইল কেটে পানির নালা করতে নিষেধ করায় তালেবকে মারধর করে পাশের জমির মালিক তাইজেমসহ তার তিন ভাই। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে এঘটনা ঘটে। আহত তালেবকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, চুয়াডাঙ্গার শংকরচন্দ্র ইউনিয়নের বহালগাছি গ্রামের স্কুলপাড়ার মসলেমের ছেলে আবু তালেবের ধানের জমির আইল কেটে পানির নালা করছিলো কিরণগাছি কানাপুকুরপাড়ার ইজাল উদ্দীনের তিন ছেলে তাইজেল, তাজেম ও সাইফুল। আবু তালেব তার জমির আইল কাটতে নিষেধ করলে রাগান্বিত হয়ে তাকে মারপিট তিন ভাই। তাদের লাথি ও কিল-ঘুষিতে আহত হন আবু তালেব। প্রথমে তিনি গ্রাম্য চিকিৎসকের পরামর্শ নিয়ে বাড়ি ফিরলেও সন্ধ্যায় তীব্র যন্ত্রনার কারণে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হন তালেব। এবিষয়ে মামলা করবেন বলে জানিয়েছেন আহত আবু তালেব।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গা সরোজগঞ্জ জমির আইল কাটা নিয়ে সংঘর্ষে আহত ১

আপলোড টাইম : ১১:১৮:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০১৭

fgffgf

শহর প্রতিবেদক: চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বহালগাছীতে জমির আইল কাটা নিয়ে প্রতিপক্ষের কিল-ঘুষিতে আবু তালেব (৩৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।  জমির আইল কেটে পানির নালা করতে নিষেধ করায় তালেবকে মারধর করে পাশের জমির মালিক তাইজেমসহ তার তিন ভাই। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে এঘটনা ঘটে। আহত তালেবকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, চুয়াডাঙ্গার শংকরচন্দ্র ইউনিয়নের বহালগাছি গ্রামের স্কুলপাড়ার মসলেমের ছেলে আবু তালেবের ধানের জমির আইল কেটে পানির নালা করছিলো কিরণগাছি কানাপুকুরপাড়ার ইজাল উদ্দীনের তিন ছেলে তাইজেল, তাজেম ও সাইফুল। আবু তালেব তার জমির আইল কাটতে নিষেধ করলে রাগান্বিত হয়ে তাকে মারপিট তিন ভাই। তাদের লাথি ও কিল-ঘুষিতে আহত হন আবু তালেব। প্রথমে তিনি গ্রাম্য চিকিৎসকের পরামর্শ নিয়ে বাড়ি ফিরলেও সন্ধ্যায় তীব্র যন্ত্রনার কারণে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হন তালেব। এবিষয়ে মামলা করবেন বলে জানিয়েছেন আহত আবু তালেব।