ইপেপার । আজ শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

সর্ববৃহৎ মহাসমাবেশ বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আজ শুরু ২২ জানুয়ারি রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০১:৩৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০১৭
  • / ৩৩১ বার পড়া হয়েছে

সমীকরণ ডেস্ক: টঙ্গীর তুরাগ নদের তীরে আজ থেকে তাবলীগ জামাতের সর্ববৃহৎ মহাসমাবেশ বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে বাস-ট্রাক, ট্রেন-লঞ্চযোগে ও পায়ে হেঁটে মুসল্লিরা ইজতেমা ময়দানে এসে সমবেত হচ্ছেন। পুরো মাঠের জেলাওয়ারি খিত্তায় তাবলিগ জামাতের মুসল্লিরা প্রথম পর্বের ইজতেমা শেষে অবস্থান নিতে শুরু করেন। বৃহস্পতিবার সারাদিনই দলে দলে মুসল্লিদের কাফেলা বিশ্ব ইজতেমা ময়দানে প্রবেশ করতে দেখা গেছে। সারা দেশ থেকে মানুষের স্রোত এখন টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠের অভিমুখে। মানুষের এ স্রোত আগামী ২২ জানুয়ারি দ্বিতীয় পর্বের শেষ দিনে আখেরি মোনাজাতের আগ মুহূর্ত পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানায় ইজতেমা আয়োজক কমিটি। এদিকে মুসল্লিদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায় এবারও পাঁচটি স্তরে নিরাপত্তা বলয় গড়ে তুলেছে। যাতে কোনো কু-চক্রীমহল ইজতেমা ময়দানে কোনো ধরনের জঙ্গি কার্যক্রম চালিয়ে নাশকতা সৃষ্টি করতে না পারে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্বিতীয় পর্বের ইজতেমায়ও যেকোনো জঙ্গি কার্যক্রম প্রতিহত করতে প্রস্তুত রয়েছে বলে জানান গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন-অর-রশিদ। আগামী ২২ জানুয়ারি রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা।
ইজতেমায় আগত মুসল্লিদের জন্য টঙ্গীর তুরাগ তীরে ১৬৫ একর খোলা জমিনের ওপর পাটের চট দিয়ে প্রথম পর্বের প্রস্তুতির সময়ে মুসল্লিরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সুবিশাল সামিয়ানা তৈরি করেছেন। সেই একই সামিয়ানায় এবার দ্বিতীয় পর্বে আগত মুসল্লিরা অবস্থান নেবেন। তাবলিগ জামাতের এ মিলনমেলায় বাংলাদেশ ছাড়াও বিশ্বের শতাধিক দেশ থেকে দ্বিতীয় পর্বেও প্রায় ১০সহস্রাধিক অংশ নেবেন বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে কয়েক হাজার তাবলীগ অনুসারী মুসল্লি ইজতেমাস্থলে এসে পৌঁছেছেন বলে ইজতেমা সূত্রে জানা গেছে। দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমায় এবারও লাখো মুসল্লির অংশগ্রহণে আজ শুক্রবার দেশের বৃহত্তম জুম্মার জামাত অনুষ্ঠিত হবে ইজতেমা ময়দানে।
১৯৬৬ সাল থেকে টঙ্গীর এই তুরাগ নদের তীরে নিয়মিত ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে। তাবলিগ অনুসারী মুসল্লির সংখ্যা দিন দিন বাড়তে থাকায় মুসল্লিদের চাপ কমাতে ২০১১ সাল থেকে বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হয়ে আসছে। ইজতেমা মাঠে জায়গাসংকুলান না হওয়ায় এ বছর থেকে চার ভাগে ভাগ করা হয়েছে মূল ইজতেমার কার্যক্রম। বিশ্ব ইজতেমার শীর্ষস্থানীয় মুরুব্বিদের সিদ্ধান্তক্রমে প্রথম পর্বে ১৬ জেলার মুসল্লিরা অংশ নিয়েছেন। দ্বিতীয় পর্বেও ১৬ জেলার মুসল্লিরা ইজতেমায় অংশগ্রহণ করছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

সর্ববৃহৎ মহাসমাবেশ বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আজ শুরু ২২ জানুয়ারি রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা

আপলোড টাইম : ০১:৩৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০১৭

সমীকরণ ডেস্ক: টঙ্গীর তুরাগ নদের তীরে আজ থেকে তাবলীগ জামাতের সর্ববৃহৎ মহাসমাবেশ বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে বাস-ট্রাক, ট্রেন-লঞ্চযোগে ও পায়ে হেঁটে মুসল্লিরা ইজতেমা ময়দানে এসে সমবেত হচ্ছেন। পুরো মাঠের জেলাওয়ারি খিত্তায় তাবলিগ জামাতের মুসল্লিরা প্রথম পর্বের ইজতেমা শেষে অবস্থান নিতে শুরু করেন। বৃহস্পতিবার সারাদিনই দলে দলে মুসল্লিদের কাফেলা বিশ্ব ইজতেমা ময়দানে প্রবেশ করতে দেখা গেছে। সারা দেশ থেকে মানুষের স্রোত এখন টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠের অভিমুখে। মানুষের এ স্রোত আগামী ২২ জানুয়ারি দ্বিতীয় পর্বের শেষ দিনে আখেরি মোনাজাতের আগ মুহূর্ত পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানায় ইজতেমা আয়োজক কমিটি। এদিকে মুসল্লিদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায় এবারও পাঁচটি স্তরে নিরাপত্তা বলয় গড়ে তুলেছে। যাতে কোনো কু-চক্রীমহল ইজতেমা ময়দানে কোনো ধরনের জঙ্গি কার্যক্রম চালিয়ে নাশকতা সৃষ্টি করতে না পারে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্বিতীয় পর্বের ইজতেমায়ও যেকোনো জঙ্গি কার্যক্রম প্রতিহত করতে প্রস্তুত রয়েছে বলে জানান গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন-অর-রশিদ। আগামী ২২ জানুয়ারি রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা।
ইজতেমায় আগত মুসল্লিদের জন্য টঙ্গীর তুরাগ তীরে ১৬৫ একর খোলা জমিনের ওপর পাটের চট দিয়ে প্রথম পর্বের প্রস্তুতির সময়ে মুসল্লিরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সুবিশাল সামিয়ানা তৈরি করেছেন। সেই একই সামিয়ানায় এবার দ্বিতীয় পর্বে আগত মুসল্লিরা অবস্থান নেবেন। তাবলিগ জামাতের এ মিলনমেলায় বাংলাদেশ ছাড়াও বিশ্বের শতাধিক দেশ থেকে দ্বিতীয় পর্বেও প্রায় ১০সহস্রাধিক অংশ নেবেন বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে কয়েক হাজার তাবলীগ অনুসারী মুসল্লি ইজতেমাস্থলে এসে পৌঁছেছেন বলে ইজতেমা সূত্রে জানা গেছে। দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমায় এবারও লাখো মুসল্লির অংশগ্রহণে আজ শুক্রবার দেশের বৃহত্তম জুম্মার জামাত অনুষ্ঠিত হবে ইজতেমা ময়দানে।
১৯৬৬ সাল থেকে টঙ্গীর এই তুরাগ নদের তীরে নিয়মিত ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে। তাবলিগ অনুসারী মুসল্লির সংখ্যা দিন দিন বাড়তে থাকায় মুসল্লিদের চাপ কমাতে ২০১১ সাল থেকে বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হয়ে আসছে। ইজতেমা মাঠে জায়গাসংকুলান না হওয়ায় এ বছর থেকে চার ভাগে ভাগ করা হয়েছে মূল ইজতেমার কার্যক্রম। বিশ্ব ইজতেমার শীর্ষস্থানীয় মুরুব্বিদের সিদ্ধান্তক্রমে প্রথম পর্বে ১৬ জেলার মুসল্লিরা অংশ নিয়েছেন। দ্বিতীয় পর্বেও ১৬ জেলার মুসল্লিরা ইজতেমায় অংশগ্রহণ করছেন।