ট্রাম্পের অভিষেক আজ
- আপলোড টাইম : ০১:৩৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০১৭
- / ৪২২ বার পড়া হয়েছে
সমীকরণ ডেস্ক: সম্প্রতিক ইতিহাসে সবচেয়ে কম জনপ্রিয়তা নিয়ে আজ হোয়াইট হাউসে প্রবেশ করছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার অনুমোদনের হার মাত্র ৪০ শতাংশ। পূর্বসূরি বারাক ওবামার এমন সময় জনপ্রিয়তা ছিল ট্রাম্পের ঠিক দ্বিগুণ। তবে একটি ক্ষেত্রে ট্রাম্পের প্রতি মানুষের আস্থা বেশ ওপরের দিকে, ‘কাজের সুযোগ তৈরি’। স্থানীয় সময় শুক্রবার বিকালে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। এর আগেই ট্রাম্পের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন সামার জারভোস নামে এক নারী। তিনি ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন। এবিসি নিউজ ও ওয়াশিংটন পোস্টের জনমত জরিপের ফলাফলে জানানো হয়, মাত্র ৪০ শতাংশ মার্কিন নাগরিক ট্রাম্পকে পছন্দ করেন। জর্জ ডবিস্নউ বুশের কাছ থেকে ক্ষমতা নেয়ার সময় বারাক ওবামার জনপ্রিয়তা ছিল ৮০ শতাংশ। তবে ওভাল অফিসে ঢোকার আগে জনপ্রিয়তায় এমন ভাটা থাকলেও ট্রাম্পকে নিয়ে জনগণের মধ্যে এক ধরনের উচ্চাশা রয়েছে। গত নভেম্বরে ট্রাম্পের হোয়াইট হাউস নিশ্চিত হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রে বিনিয়োগ বাড়ার একটি প্রবণতা তৈরি হয়েছে। ইতোমধ্যেই বেশ কিছু মাল্টিন্যাশনাল কোম্পানি বড় ধরনের বিনিয়োগের ঘোষণা দিয়েছে। এগুলোতে অন্তত লাখ খানেক নতুন কাজের সুযোগ তৈরি হবে। চাকরির ব্যাপারে এমন আশাবাদী ৬১ শতাংশ আমেরিকান। ৬০ শতাংশ আমেরিকান মনে করেন, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প ‘খুব ভালো’ করবেন বা ‘ভালো’ করবেন। জনমত জরিপে দেখা যায়, ৫৬ শতাংশ জনগণের প্রত্যাশা, জঙ্গিবাদ দমনে সক্ষম হবেন ট্রাম্প। তবে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পকে নিয়ে সন্দেহ-সংশয়ের হার অনেক বেশি। জরিপে দেখা গেছে, জনগণের ৬১ শতাংশ ট্রাম্পের নানা সিদ্ধান্তে দেশের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান।