দর্শনা কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নির্বাচনী শেষ মিছিল তৈয়ব আলী ও সূর্যসেনা সংগঠনের ঐক্য মিছিল
- আপলোড টাইম : ০৩:৩০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০১৭
- / ৩৩২ বার পড়া হয়েছে
দর্শনা অফিস: দর্শনা কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নির্বাচনের দুইদিন আগে প্রথম চমক তৈয়ব আলী সংগঠনের সকল শ্রমিক ও সূর্যসেনা সংগঠনের সকল সদস্য এক হয়ে নির্বাচনে অংশ নিচ্ছে। গতকাল বিকাল ৫টার দিকে সাথে একই মিছিলে দুই প্রতিকের স্লোগান দিতে থাকে। সূর্যসেনা সংগঠনের নেতা হাফিজুল ইসলামের নেতৃত্বে আনারস মার্কা ও তৈয়ব আলী সংগঠনের পক্ষে চাঁনতার মার্কার স্লোগান দিয়ে এক সাথে মিছিল করে কেরু মিল এলাকা প্রদর্শন করেন। তৈয়ব আলী ও হাফিজুল ইসলাম এরা দু’জনই সভাপতি প্রার্থী হিসাবে নির্বাচন করছেন। গতকাল ছিলো কেরুজ শ্রমিক ইউনিয়নের শেষ নির্বাচনী মিছিল। এ মিছিলে দুই সংগঠন এক হয়ে এ মিছিল করেন। এ দিক থেকে বলা যায় এ দুই সংগঠন যদি এক হয়ে ভোটে অংশ নেয় তাহলে জয়ের ব্যাপারে অনেকটা নিশ্চিত হয়ে গেছে। একজন শ্রমিক নেতা বলেন, এরপর সাধারণ সম্পাদক পদের প্রার্থীর সাথে যদি আবারও যদি ঐক্য করে তাহলে জয়ের ব্যাপারে অনেকটা নিশ্চিত সহজ হবে বলে জানা গেছে। এছাড়া গতকাল শেষ মিছিলে মাসুদুর রহমান, মোস্তাফিজুর রহমান, ফিরোজ আহম্মেদ সবুজ সংগঠন, মনিরুল ইসলাম প্রিন্স সংগঠনসহ বেশ কিছু শ্রমিক সংগঠন তাদের শেষ প্রচারনা মিছিলে মহড়া দিয়েছে। তাদের নিজ নিজ সংগঠনের মহড়া দিয়ে শক্তি প্রদর্শন করেন। তবে কারো মিছিল প্রদর্শনে কম নয়। শ্রমিক সংগঠনের এস মিছিলে শ্রমিক ছাড়াও বাইরের অনেক লোকজন কে দেখা যায়। মিছিল কার কত বড় হলো এ বিষয় নয় ভোটে কে জয় হতে পারে সেটাই এখন দেখার বিষয়। শেষ ভাল যার সব ভাল তার এটাই মুল কথা।