চুয়াডাঙ্গায় সহকারী অধ্যাপক আবু বকর স্যার আর নেই
- আপলোড টাইম : ০৩:২২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০১৭
- / ৩২৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা আদর্শ সরকারি মহিলা কলেজের ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক, সদা হাস্যজ্বল প্রবীণ শিক্ষক আবু বকর স্যার ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)। আজ সকাল ১০টায় জান্নাতুল মওলা কবরস্থানে তার নামাজে জানাযা শেষে দাফনকার্য সম্পন্ন হবে। জানা গেছে, মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের মৃত খোয়াজ আলীর পুত্র প্রবীণ শিক্ষক আবু বকর স্যার দীর্ঘদিন হৃদ যন্ত্রের ক্রটি জণিত কারণে অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শেষ বিদায় নিতে হলো গতকাল দুপুর ২টায় তার নিজ বাসভবনেয়। বৃদ্ধা মা, স্ত্রী-সন্তান সহ অসংখ্য বন্ধু-বান্ধব, শুভাকাঙ্খী, ছাত্র-ছাত্রীদের রেখে না ফেরার দেশে চলে গেলেন তিনি। তবে রেখে গেলেন তার অন্যতম স্মৃতি হিসেবে একমাত্র পুত্র মো. সাঈদ সিদ্দিক সুইটকে। সুইট বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইটি বিভাগে প্রভাষক হিসেবে নিযুক্ত আছে। একমাত্র মেয়ে মেধাবী শিক্ষার্থী আয়শা সিদ্দিকা সুরভী বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রয়েছে। তার মৃত্যুতে দৈনিক সময়ের সমীকরণের বার্তা সম্পাদক হুসাইন মালিকসহ বিভিন্ন মহল গভীর শোকে ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে।