ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

শ্রী নিমাই পদ সিংহ রায়ের পরলোক গমন আজ সকাল ১১টায় তালতলা মহাশ্মশানে হবে সৎকার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৫৬:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০১৭
  • / ৩৩০ বার পড়া হয়েছে

16117648_1903538573215409_555324941_nনিজস্ব প্রতিবেদক: প্রবীন জাতীয় শ্রমিক নেতা শ্রী নিমাই পদ সিংহ রায়ের মরদেহ আজ সকাল ১০টায় দেশে পৌছূবে। বেলা ১১টায় চুয়াডাঙ্গার তালতলা কেন্দ্রীয় মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। গত পরশু সোমবার রাতে কোলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গতকাল শ্রী নিমাই পদ সিংহ রায়ের মরদেহ দেশে পৌছানোর কথা থাকলেও, আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে সময় ক্ষেপন হওয়ায় তা সম্ভব হয়নি। ফলে কোলকাতার একটি স্থানীয় হিমঘরে তার মরদেহ রেখে সকল আইনী প্রক্রিয়া সম্পন্ন করা হয়। আজ বুধবার ভোর ৫টায় কোলকাতা থেকে লাশবাহী গাড়ি চুয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা হবে। সকাল ১০টায় চুয়াডাঙ্গা দর্শনার জয়নগর চেকপোস্টে পৌছালে নিমাই বাবুর জেষ্ঠ্য পুত্র জয়ন্ত কুমার সিংহ রায় লাশ গ্রহণ করবেন বলে পারিবারিক সূত্র জানায়। প্রথমে নিজবাড়ি চুয়াডাঙ্গার মালোপাড়ায় মরদেহ নিয়ে বেলা ১১টায় চুয়াডাঙ্গার তালতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন করা হবে। উল্লেখ্য, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, সিবিএ’র সাবেক সভাপতি ও প্রবীন শ্রমিক নেতা শ্রী নিমাই পদ সিংহ রায় গত সোমবার রাতে কোলকাতার নেতাজী সুভাস চন্দ্র বসু ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুর আগে হৃদরোগ ও ফুঁসফুসের সংক্রমনজনিত রোগে আক্রান্ত হয়ে নিমাই পদ  সিংহ রায় প্রায় আড়াই মাস যাবত কোলকাতার ওই হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধিন ছিলেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

শ্রী নিমাই পদ সিংহ রায়ের পরলোক গমন আজ সকাল ১১টায় তালতলা মহাশ্মশানে হবে সৎকার

আপলোড টাইম : ১০:৫৬:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০১৭

16117648_1903538573215409_555324941_nনিজস্ব প্রতিবেদক: প্রবীন জাতীয় শ্রমিক নেতা শ্রী নিমাই পদ সিংহ রায়ের মরদেহ আজ সকাল ১০টায় দেশে পৌছূবে। বেলা ১১টায় চুয়াডাঙ্গার তালতলা কেন্দ্রীয় মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। গত পরশু সোমবার রাতে কোলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গতকাল শ্রী নিমাই পদ সিংহ রায়ের মরদেহ দেশে পৌছানোর কথা থাকলেও, আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে সময় ক্ষেপন হওয়ায় তা সম্ভব হয়নি। ফলে কোলকাতার একটি স্থানীয় হিমঘরে তার মরদেহ রেখে সকল আইনী প্রক্রিয়া সম্পন্ন করা হয়। আজ বুধবার ভোর ৫টায় কোলকাতা থেকে লাশবাহী গাড়ি চুয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা হবে। সকাল ১০টায় চুয়াডাঙ্গা দর্শনার জয়নগর চেকপোস্টে পৌছালে নিমাই বাবুর জেষ্ঠ্য পুত্র জয়ন্ত কুমার সিংহ রায় লাশ গ্রহণ করবেন বলে পারিবারিক সূত্র জানায়। প্রথমে নিজবাড়ি চুয়াডাঙ্গার মালোপাড়ায় মরদেহ নিয়ে বেলা ১১টায় চুয়াডাঙ্গার তালতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন করা হবে। উল্লেখ্য, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, সিবিএ’র সাবেক সভাপতি ও প্রবীন শ্রমিক নেতা শ্রী নিমাই পদ সিংহ রায় গত সোমবার রাতে কোলকাতার নেতাজী সুভাস চন্দ্র বসু ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুর আগে হৃদরোগ ও ফুঁসফুসের সংক্রমনজনিত রোগে আক্রান্ত হয়ে নিমাই পদ  সিংহ রায় প্রায় আড়াই মাস যাবত কোলকাতার ওই হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধিন ছিলেন।