চুয়াডাঙ্গা জেলা আদালতে পেশকার নূরুল হককে হত্যা চেষ্টা মামলা ৯ জনের জেল জরিমানা : কারাগারে প্রেরণের নির্দেশ
- আপলোড টাইম : ১০:৫১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০১৭
- / ৩৭২ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা আদালতের পেশকার নুরুল হককে হত্যা চেষ্টা মামলায় ৯জনকে বিভিন্ন মেয়াদে জেল ও আর্থিক জরিমানা করেছেন চিফ জুডিশিয়াল আদালত। জানা গেছে, ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে দামুড়হুদা থেকে ব্যাক্তিগত কাজ শেষে ফেরার পথে পেশকার নুরুল হককে হত্যা চেষ্টা করে বেশ কয়েকজন অস্ত্রধারী। এ ঘটনার স্বীকার নুরুল হক বাদী হয়ে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামের মওলা বক্সের ছেলে মন্টু (৩৯), মৃত ঝড়– মন্ডলের ছেলে জহির উদ্দীন(৩০), ছোট বুড়ো(৪২), জয়নুর উদ্দীন(৩৫), খাজা উদ্দীন(৩৮), ওয়াজ উদ্দিন(৪৫), মো. মওলা বক্সের ছেলে কুদ্দুস(৪৪), কুদ্দুসের ছেলে মাসুম(২৪) ও জুড়োন আলীর ছেলে মহিদুলদের নামে দামুড়হুদা মডেল তানায় একটি মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে গতকাল চুয়াডাঙ্গা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের রায় দেন। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ড. এবিএম মাহমুদুল হক ৯জন আসামীর মধ্যে মন্টুকে ৫বছরের জেল ও ১হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬মাসের কারাদন্ডে দন্ডিত করেন, মামলার অন্য আসামীদ্বয় জহির ও ছোট বুড়োকে ৩বছরের জেল ও ১হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬মাসের কারাদন্ড দেন, এছাড়াও আসামী জয়নুর, খাজা, ওয়াজ উদ্দিন, কুদ্দুস, মাসুম ও মহিদুলকে ১বছর করে কারাদন্ড প্রদান করেন। তবে ওয়াজ উদ্দিন, কুদ্দুস, মাসুম ও মহিদুলকে জামিন দিলেও অন্য আসামীদেরকে জেলা কারাগারে প্রেরণের নির্দেশদেন।