গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগরের ভবানীপুরে পুলিশি অভিযান ২ মহিলা মাদকব্যবসায়ীকে হাতেনাতে ফেনসিডিলসহ আটক
- আপলোড টাইম : ১০:৪৪:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০১৭
- / ৩৫৯ বার পড়া হয়েছে
মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগরে ২০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ ২জন মহিলা মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৯টায় ভবানীপুর থেকে শিবপুর গ্রামের দিকে আসার সময় হাতেনাতে আটক করে তাদের। আসামী দুজন হলেন বাগোয়ান গ্রামের দর্গাপাড়ার বাসিন্দা মৃত: আব্দুর রাজ্জাকের স্ত্রী রিজিনা খাতুন (৩৫) ও মৃত: অগির শেখের মেয়ে কাঞ্চন মালা (৩০)। মুজিবনগর থানার অফিসার ইন-চার্য কাজী কামাল হোসেন জানান মঙ্গলবার সাকালে তারা ভবানীপুর থেকে শিবপুরের রাস্তার উপর দিয়ে ফেনসিডিল নিয়ে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই আবু তাহের, এএসআই বিপ¬ব, এএসআই আলাউদ্দীন ও এএসআই রবিউল সঙ্গীয় ফোর্স নিয়ে শিবপুর গ্রামের দক্ষিন পাড়া মসজিদের পাশে মনছদ্দীনের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে তাদের হাতেনাতে গ্রেফতার করেন। এসময় তাদের দুজনের ব¬াউজ এর মধ্যে থেকে ১০ বোতল করে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃত মাদক ব্যবস্যায়ী দুজনকে বিশেষ ক্ষমতা আইনের ১৯৭৪ সালের ২৫- বি (১) ধারা অনুযায়ী মামলা রজু করে আদালতে সোর্পদ করা হয়েছে।