দামুড়হুদায় গ্রাম পুলিশদের নিয়ে পুলিশিং কমিটির সমাবেশ অনুষ্ঠিত বাল্যবিয়েসহ অসামাজিক কর্মকান্ড নিয়ে আলোচনা
- আপলোড টাইম : ১০:৪২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০১৭
- / ৩৬৯ বার পড়া হয়েছে
দামুড়হুদা প্রতিনিধি: পুলিশই জনতা জনতায় পুলিশ এই স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গার দামুড়হুদা মডেল থানায় ৮ ইউনিয়নের গ্রাম পুলিশদের নিয়ে কমিউনিটি পুলিশিং কমিটি চাঁদাবাজ, চরমপন্থী, সন্ত্রাসী, মাদক কারবারী, বাল্যবিলেসহ সমাজের বিভিন্ন অসামাজি কমকান্ড নিয়ে এক আলোচনা সভা করেছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে অনুষ্ঠিক এই সমাবেশ অনুষ্ঠিত হয়। দামুড়হুদা মডেল থানার আয়োজনে ও মডেল থানার অফিসার ইন-চার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার দামুড়হুদা সার্কেল (দামুড়হুদা-জীবননগর) চুয়াডাঙ্গার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মডেল থানার (ওসি তদন্ত) আ. খালেক, দামুড়হুদা প্রেস ক্লাবের সেক্রেটারী এম. নূরুন্নবী, পুলিশিং কমিটির সভাপতি উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, সেক্রটারী উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক ও পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক নতিপোতা ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ, হাউলী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি’র সভাপতি মহাম্মদ আলী শাহ্ মিন্টু, কুড়–লগাছি ইউপি চেয়ারম্যান শাহ্ এনামূল হক ও দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান শফিকুল আলম মিল্টন। এছাড়াও উপস্থিত সকলের জন্য উন্মুক্ত আলোচনা সুযোগ করে দেওয়া হয়।