আলমডাঙ্গা উপজেলায় বিভিন্ন স্থানে ছড়িয়ে গেছে জালটাকা প্রশাসনের নিরবতায় বিপাকে সাধারন মানুষ!
- আপলোড টাইম : ১০:৩৯:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০১৭
- / ৩৫৭ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলায় বিভিন্ন স্থানে জালটাকা কারবারীরা সক্রিয়, বিপাকে সাধারন মানুষ। প্রসাশনের নিরবতা তাদেরকে আরও উৎসাহিত করছে। জানা গেছে, আলমডাঙ্গা পুয়ামারি গ্রামের হাসের আলীর ছেলে কাশেম আলী একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান থেকে ২৬ হাজার টাকা ঋণ নেয়। তার মধ্যে ১টি ১হাজার টাকার নোট জাল পাওয়া যায়। একই গ্রামের গণি মিয়ার ছেলে মিজানুর রহমান বেলগাছি মালিথা পাড়ার ব্যাবসায়ী মন আলীর কাছে ৬ হাজার টাকা মূল্যের একটি গাছ বিক্রয় করে। গ্রামের সরল মিজানুর টাকা হিসেব করে নিতে গিয়ে দেখ ৫টি ১হাজার টাকার জাল নোট। এসময় মিজানুর কান্নায় ভেঙে পড়ে। বেলগাছি গ্রামের ভূষিমাল ব্যবসায়ী জামজামি ভূমি অফিসের তফশিলদার আনিছুর রহমানের কাছে ১টি ১হাজার টাকার জাল নাট ধরা পড়ে। এছাড়াও বেলগাছির বিশিষ্ট পশু খামারি সাহেব আলীর ছেলে আবুল কালাম এই প্রতিবেদকের কাছে অভিযোগ করেন তাকে একব্যক্তি মাল ক্রয় করে ৫শ টাকার ১টি জাল নোট দিয়ে গেছে। এভাবে প্রতিনিয়তই সাধারন মানুষ জাল নোট কারবারিদের কাছে প্রতারিত হচ্ছে। তাদের দাবি অনতি বিলম্বে প্রশাসনিক তৎপরতা বৃদ্ধি করে জাল নোট ব্যবসায়িদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।