জীবননগরের সীমান্ত ইউনিয়নের রাস্তাগুলো সংস্কার না হওয়ায় খানা খন্দে ভরা উঠে গেছে পিচঢালাই : শিগগিরই রাস্তগুলো সংস্কারের দাবি
- আপলোড টাইম : ১০:৩৬:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০১৭
- / ৩৫৭ বার পড়া হয়েছে
জাহিদ বাবু/মিথুন মাহমুদ জীবননগর থেকে: জীবননগর শহর থেকে মাত্র ৫কিলোমিটার দুরে অবস্থিত সীমান্ত ইউনিয়ন পরিষদ এই ইউনিয়ন পরিষদের অধিনস্থ গ্রামগঞ্জের রাস্তাগুলো সংস্কারের অভাবে খানাখন্দে পরিনত হয়েছে। সরেজমিনে দেখা গেছে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গঙ্গাদাশপুর, শাখারিয়া, বেনীপুর, ধান্যখোলা, নতুনপাড়া, গয়েশপুর, মেদনীপুর, যাদবপুরসহ বেশ কয়েকটি গ্রামের রাস্তা অসংখ্য খানাখন্দে পরিনত হয়েছে। স্থানীয় ব্যক্তিদের সাথে কথা বললে তারা বলেন সীমান্ত ইউনিয়নের সাধারন মানুষের ব্যবসা বানিজ্য ও শিক্ষা প্রতিষ্ঠান বলতে একমাত্র স্থান জীবননগর বাজার তাছাড়া এ ইউনিয়নে বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান থাকায় এ ইউনিয়নের রাস্তাগুলো গুরুত্বপূর্ণ বেশি তারা আরও বলেন এ ইউনিয়নের বেশির ভাগ সড়ক গুলো আজ থেকে ১২বছর আগে তৈরি করা হয়েছিল। সেই থেকে এ পর্যন্ত আর কোন সংস্কার করা হয়নি। এসব এলাকায় পিচঢালাই উঠে গেছে। এ ব্যাপারে সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মঈন উদ্দিন ময়েনের সাথে কথা বললে তিনি বলেন সীমান্ত ইউনিয়নের বেশির ভাগ রাস্তা খানাখন্দে পরিনত হয়েছে। এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত স্কুল কলেজের ছাত্র/ছাত্রীসহ ব্যবসায়ী ও কৃষকদের চাষাবাদের জন্য ব্যবহার হয়ে থাকে বর্তমান শুকনোর সময় তেমন কোন সমস্য না হলেও একটু ভারী বৃষ্টির সময় পড়তে সাধারন মানুষসহ স্কুল কলেজের ছাত্র/ছাত্রীদের চরম বিপাকে। তাছাড়া সীমান্ত ইউনিয়নের এখনও অনেক গ্রাম আছে সে গ্রামের রাস্তাগুলো এখনও কাচা রাস্তা পাশাপাশি দীর্ঘদিন কোন সংস্কার না হওয়ায় প্রতিনিয়িত ঘটছে নানা ধরনের দূর্ঘটনা তিনি আর ও বলেন সীমান্ত ইউনিয়নের অধীনস্থ রাস্তাগুলো সংস্কারের জন্য উপজেলা এলজিইডি বরাবর আবেদন করেছি এখনও পর্যন্ত রেজাল্ট পাওয়া যায়নি। এ ব্যপারে জীবননগর উপজেলার উপ-সহকারী প্রকৌশলী আহসানুল হকের সাথে কথা বললে তিনি বলেন আমরা দেখেছি সীমান্ত ইউনিয়নের অনেক রাস্তা যাতায়াতের অনুপযোগী পড়েছে কিন্তু আমাদের কোন কিছু করার নেই এলজিইডির যে বরাদ্ধ আমাদের আসে তাতে প্রধান প্রধান সড়ক গুলো সংস্কার করতে যেয়ে তা শেষ হয়ে যায়। তাছাড়া সীমান্ত ইউনিয়নের মত আরও অনেক স্থান আছে সেখানে আর ও ভয়ঙ্কার অবস্থা তবে এগুলো সংস্কার করতে সময় লাগবে। তিনি আরও বলেন বর্তমান সরকার আইআরআইডিপি-২ ও জিওপি প্রজেক্টের আওতায় খুব শীঘ্রই বিভিন্ন গ্রামীন রাস্তাগুলো সংস্কার করা হবে।