
প্রতিবেদক, গাংনী:
মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুরে প্রেমঘটিত সংঘর্ষে দুজন আহত হয়েছে। গতকাল শনিবার বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েছে। আহতরা হলেন- চাঁদপুর গ্রামের লালু মিয়ার ছেলে প্রেমিক জয় মামুন (৩২) ও মামুনের মা মমতাজ বেগম।
জানা গেছে, মামুনের সঙ্গে একই এলাকার বাবুল হোসেনের মেয়ে বেবী খাতুনের (১৫) দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল। পরিবার সম্পর্ক না মানতে পেরে কয়েকদিন আগে বেবী খাতুনকে অন্যত্র বিয়ে দিয়ে দেয়। গতকাল বেবী তার স্বামীর সঙ্গে বাবার বাড়িতে আসেন। এরমধ্যে সুযোগ পেয়ে মেয়ে মামুনের বাড়িতে আসে দেখা করার জন্য। টের পেয়ে বেবীর চাচা গাড্ডু মিস্ত্রি, রবিউল, চাচাত ভাই সুজন, রতনসহ কয়েকজন মামুনকে চাইনিজ কুড়াল দিয়ে আক্রমণ করে। এসময় মামুনের মা মমতাজ বেগমও আহত হন। মামুনের মাথায় সাতটি সেলাই ও তার মা মমতাজ বেগমের হাতে চারটি সেলাই দেওয়া হয়েছে।
মেয়ে পক্ষের দাবি, তাদের মেয়ে স্বামীর সাথে চাঁদপুরে বাবার বাড়িতে আসার সময় গ্রামের বাজারেই জোর করে জয় মামুন বেবীকে তাদের বাড়িতে নেওয়ার চেষ্টা করে। এ সময় দুপক্ষের তর্কাতর্কি হয়। তখন তারা আহত হয়ে থাকতে পারে। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’