শিক্ষক নেতার উপর হামলার মামলায় জামিন পেলেন মেহেরপুরের সাবেক এমপি মাসুদ অরুনসহ ১০ বিএনপি নেতা
- আপলোড টাইম : ১১:৩৭:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০১৭
- / ৩৩৬ বার পড়া হয়েছে
মেহেরপুর অফিস: শিক্ষক নেতা জাকির হোসেনের দায়ের করা মামলায় জামিন পেলেন সাবেক এমপি মাসুদ অরুনসহ বিএনপি’র ১০ নেতা। গতকাল রবিবার বেলা ১১টার দিকে রাজধানীর সিএমএম কোর্টে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন। জামিন প্রাপ্ত অন্যান্যরা হলেন, মেহেরপুর পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, বিএনপি নেতা রোকন মেম্বার, জেলা বিএনপি নেতা মাহবুব, আব্দুস সামাদ, জেলা সেচ্ছাসেবক দলের নেতা তোফায়েল আহমেদ, বাবলু চেয়ারম্যান, মনা, আব্দুর রশিদ ও সেলিম মিয়া। মামলার এজাহারে জানা গেছে, বাংলাদেশ শিক্ষক সমিতির অতিরিক্ত মহাসচিব জাকির হোসেন মেহেরপুর জেলা বিএনপি’র নতুন কমিটির সভাপতি প্রার্থী। অপরদিকে সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন মেহেরপুর জেলা বিএনপি’র সভাপতি প্রার্থী। গত ২৪ ডিসেম্বর রাজধানীর মাওলানা ভাষানী ভবনে জেলা বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে মাসুদ অরুনের নেতৃত্বে আসামীরা জাকির হোসেনের উপর হামলা চালায়। এ ঘটনায় জাকির হোসেন বাদি হয়ে পল্টন থানায় মাসুদ অরুনকে প্রধান আসামী করে ১০ জনের নামে একটি মামলা দায়ের করেন। মামলার বিস্তারিত শুনে মাননীয় আদালত আসামীদের জামিন প্রদান করেন। আসামীদের পক্ষে মোহাম্মদ সানাউল্লাহ আইনজীবীর ভুমিকা পালন করেন।