পরকালের শস্যক্ষেত্র
- আপলোড টাইম : ১১:০৪:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০১৭
- / ৩৫০ বার পড়া হয়েছে
ধর্ম ডেস্ক: দুনিয়া হলো পরকালের শস্যক্ষেত্র। আমলের বীজ বপন এবং চাষাবাদের জায়গা। দুনিয়াতে যে যেমন আমলের বীজ বপন করবে, যেমন চারা রোপণ করবে, যেমন সময়-শ্রম দিয়ে আমলের চাষাবাদ করবে, পরকালে সে তেমনই ফল ও প্রতিদান ভোগ করবে। হাশরের ময়দানে বান্দাদের অবশ্যই আল্লাহ তায়ালার সামনে এসে দাঁড়াতে হবে। আল্লাহ সেদিন প্রত্যেকের কৃত আমল সম্পর্কে জানিয়ে দেবেন। এরপর তাদের আমল অনুপাতে প্রতিদান দেবেন। প্রতিটি নেক কাজের বিনিময়ে দশ থেকে সাতশত গুণ প্রতিদান দেবেন বরং কাউকে কাউকে আরো বাড়িয়েও দেবেন। আর বদ কাজের বিনিময়ে সমপরিমাণই প্রতিদান দেবেন। এর কমও দেবেন না বাড়িয়েও দেবেন না। প্রত্যেককেই তার আমলনামা দেয়া হবে। সে জীবনে ভালো-মন্দ যা কিছুই করেছে তাতে সব লেখা আছে। তাদের নেককার ও ভাগ্যবানদের আমলনামা ডান হাতে দেয়া হবে আর বদকার ও দুর্ভাগাদের আমলনামা দেয়া হবে বাম হাতে। আল্লাহ তায়ালা বলেন, ‘হে মানুষ, তোমাকে তোমার পালনকর্তা পর্যন্ত পৌঁছতে কষ্ট স্বীকার করতে হবে। তার সাক্ষাৎ ঘটবে। যাকে তার আমলনামা ডান হাতে দেয়া হবে, তার হিসাব-নিকাশ সহজে হয়ে যাবে এবং সে তার পরিবার-পরিজনের কাছে আনন্দিত মনে ফিরে যাবে। আর যাকে তার আমলনামা পিঠের পেছন দিক থেকে দেয়া হবে, সে মৃত্যুকে ডাকতে থাকবে এবং জাহান্নামে প্রবেশ করবে’ (সূরা ইনশিকাক: ৬-১২)। তিনি আরো বলেন, ‘আর যার আমলনামা বাম হাতে দেয়া হবে, সে বলবে হায়! আমাকে যদি আমার আমলনামা না দেয়া হতো। আমি যদি না জানতাম আমার হিসাব। হায়! আমার মৃত্যুই যদি শেষ হতো’ (সূরা হা-ক্কাহ : ২৫-২৭)। আমলনামার হিসাবে বান্দাদের একদল যাবে জান্নাতে অপর দল জাহান্নামে। আল্লাহ তায়ালা বলেন, ‘এমনিভাবে আমি আপনার প্রতি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি, যাতে আপনি মক্কা ও এর আশপাশের লোকদের সতর্ক করেন এবং সতর্ক করেন হাশরের দিন সম্পর্কে, যাতে কোনো সন্দেহ নেই। একদল যাবে জান্নাতে এবং অপর একদল জাহান্নামে।’ (সূরা শূরা: ৭)। আল্লাহ আরো বলেন, ‘রাজত্ব সেদিন আল্লাহরই, তিনিই তাদের বিচার করবেন। অতএব যারা ইমান আনে এবং সৎকর্ম করে, তারা নেয়ামতে ভরা জান্নাতে থাকবে। আর যারা কুফরি করে এবং আমার আয়াতসমূহকে মিথ্যা বলে, তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি’ (সূরা হজ: ৫৬-৫৭)।