ইপেপার । আজ বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

দামুড়হুদায় শিক্ষকদের লাঞ্চিতের প্রতিবাদে চেয়ারম্যান সোহরাবের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১২:১৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০১৭
  • / ৩১৩ বার পড়া হয়েছে

damurhuda pic. 14.01.17

নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদার লক্ষীপুর উম্বাত বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের লাঞ্চিতের প্রতিবাদে জুড়ানপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেনের বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন স্কুল ম্যানেজিং কমিটি ও সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। গতকাল শনিবার বেলা সাড়ে ১২টার দিকে লক্ষীপুর উম্বাত বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আসাদুজ্জামান জোয়ার্দ্দার। লিখিত বক্তব্যে বলা হয়েছে, আমরা অত্যন্ত দু:খ ও ক্ষোভ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা অবগত আছেন যে, এই বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা এবং ম্যানেজিং কমিটির সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয়ের লেখাপড়ার মান বর্তমানে যথেষ্ট সন্তোষজনক। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই যে, বিদ্যালয়ের সহকারী শিক্ষক তারিকুল ইসলাম মাসুম ও ধর্মীয় শিক্ষক আবু বকর সিদ্দিক গত ১১ জানুয়ারী অফিসিয়াল কাজে দামুড়হুদা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে যান। এসময় দামুড়হুদা উপজেলা পরিষদ চত্তরে জুড়ানপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন শিক্ষক গনের সম্মুখে বিদ্যালয়ের সকল শিক্ষকদের জড়িয়ে বিশ্রিভাষায় মা-মাতালি তুলে গালাগালি করে এবং বলে ওই স্কুলের শিক্ষকদের লেখাপড়া করানোর কোন যোগ্যতাই নেই। তারা সব গরুর রাখাল। তারা মাঠে গরু রাখতে যাবে। তাদের স্কুলে কি ? তাছাড়া স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি সে একজন চোর এবং সকল শিক্ষকও চোর। সংবাদ সম্মেলনে সকল শিক্ষক ও ম্যানেজিং কমিটির পক্ষ থেকে লিখিত বক্তব্যের মাধ্যমে ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেনের ওই সমস্ত অশ্লীল এবং আপত্তিকর কথার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শিক্ষকরা বলেন, ইউপি চেয়ারম্যান শিক্ষকদের মানসম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে। কিন্তু উনি কেন ওই সমস্ত ন্যাক্কারজনক কথাবার্তা বলেছেন আমাদের সঠিক জানা নেই। তিনি হয়তো মাছ না পেয়ে ছিপে কামড় দিচ্ছেন। শিক্ষকবৃন্দ ইউপি চেয়ারম্যানের উপযুক্ত বিচারসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোরদাবীও জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মিজানুর রহমান লিটন, সদস্য আসাদুজ্জামান জোয়ার্দ্দার, বকুল হোসেন, জয়নাল আবেদীন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মামুন অর রশিদ, জুড়ানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তালেব, সহকারী শিক্ষক জহুরুল ইসলামসহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দামুড়হুদায় শিক্ষকদের লাঞ্চিতের প্রতিবাদে চেয়ারম্যান সোহরাবের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

আপলোড টাইম : ১২:১৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০১৭

damurhuda pic. 14.01.17

নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদার লক্ষীপুর উম্বাত বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের লাঞ্চিতের প্রতিবাদে জুড়ানপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেনের বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন স্কুল ম্যানেজিং কমিটি ও সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। গতকাল শনিবার বেলা সাড়ে ১২টার দিকে লক্ষীপুর উম্বাত বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আসাদুজ্জামান জোয়ার্দ্দার। লিখিত বক্তব্যে বলা হয়েছে, আমরা অত্যন্ত দু:খ ও ক্ষোভ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা অবগত আছেন যে, এই বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা এবং ম্যানেজিং কমিটির সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয়ের লেখাপড়ার মান বর্তমানে যথেষ্ট সন্তোষজনক। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই যে, বিদ্যালয়ের সহকারী শিক্ষক তারিকুল ইসলাম মাসুম ও ধর্মীয় শিক্ষক আবু বকর সিদ্দিক গত ১১ জানুয়ারী অফিসিয়াল কাজে দামুড়হুদা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে যান। এসময় দামুড়হুদা উপজেলা পরিষদ চত্তরে জুড়ানপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন শিক্ষক গনের সম্মুখে বিদ্যালয়ের সকল শিক্ষকদের জড়িয়ে বিশ্রিভাষায় মা-মাতালি তুলে গালাগালি করে এবং বলে ওই স্কুলের শিক্ষকদের লেখাপড়া করানোর কোন যোগ্যতাই নেই। তারা সব গরুর রাখাল। তারা মাঠে গরু রাখতে যাবে। তাদের স্কুলে কি ? তাছাড়া স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি সে একজন চোর এবং সকল শিক্ষকও চোর। সংবাদ সম্মেলনে সকল শিক্ষক ও ম্যানেজিং কমিটির পক্ষ থেকে লিখিত বক্তব্যের মাধ্যমে ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেনের ওই সমস্ত অশ্লীল এবং আপত্তিকর কথার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শিক্ষকরা বলেন, ইউপি চেয়ারম্যান শিক্ষকদের মানসম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে। কিন্তু উনি কেন ওই সমস্ত ন্যাক্কারজনক কথাবার্তা বলেছেন আমাদের সঠিক জানা নেই। তিনি হয়তো মাছ না পেয়ে ছিপে কামড় দিচ্ছেন। শিক্ষকবৃন্দ ইউপি চেয়ারম্যানের উপযুক্ত বিচারসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোরদাবীও জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মিজানুর রহমান লিটন, সদস্য আসাদুজ্জামান জোয়ার্দ্দার, বকুল হোসেন, জয়নাল আবেদীন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মামুন অর রশিদ, জুড়ানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তালেব, সহকারী শিক্ষক জহুরুল ইসলামসহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ।