জীবননগর মোটর চালিত অবৈধ রিকশা ভ্যান করিমনে অতিষ্ঠ শহরবাসী প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা : প্রশ্নবিদ্ধ পুলিশ প্রশাসনের ভূমিকা
- আপলোড টাইম : ১২:০১:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০১৭
- / ১৮৪৮ বার পড়া হয়েছে
জীবননগর অফিস: জীবননগর শহরে মোটর চালিত অবৈধ রিকশা, ভ্যান, করিমনের লাগামহীন চলা ফেরায় অতিষ্ঠ শহরবাসী। এমনকি হারিয়ে যেতে বসেছে প্যাডেল চালিত রিকশা ও ভ্যান। জীবননগর শহরে মোটরের রিকশা ও ভ্যান চালকদের বেপরোয়া মনোভাব প্রতিযোগিতামূলক ও দ্রুতগতির কারণে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় নানা ধরনের সড়ক দুর্ঘটনা। ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুসহ সাধারণ মানুষ। অথচ প্রতিরোধে প্রশাসন বিভাগের ভূমিকা এখন প্রশ্নবিদ্ধ হয়ে দাড়িয়েছে। গত ২০০৯ সালের দিকে অবৈধভাবে ডিজেল ইঞ্জিন চালিত নছিমন, আলমসাধু, করিমনের আর্বিভাব ঘটে পরবর্তীতে সেটি আর প্রশাসন নিয়ন্ত্রন করতে পারেনি সেটিতেও প্রতিনিয়িত ঘটতো নানা ধরনের সড়ক দুর্ঘটনা। এতে অনেক সাধারণ মানুষের অকালে জীবন দিতে হয়েছে। সেটি বিলিন হতে না হতেই ২০১৫ সালের মাঝের দিকে ব্যাটারির মাধ্যমে মোটরচালিত অবৈধভাবে তৈরি হয় রিকশা ও ভ্যান। শুরুতে এ যানবাহনকে সাধারণ মানুষ স্বাভাবিকভাবে গ্রহন করলেও দিনে দিনে তা দূর্ঘটনা প্রবণ যানবাহন হিসেবে পরিচিত পেতে শুরু করে। কিন্তু তারপরও সাধারণ মানুষ নতুন এ বাহনে আগ্রহের সাথে চলাচল করছে। ভাড়া স্বাভাবিক ও দ্রুততম সময়ে নির্দিষ্টস্থানে পৌছে দেয়ায় জীবননগর শহরে এর ব্যাপকতা বাড়তে থাকে। সেই সাথে বাড়তে থাকে সড়ক দুর্ঘটনা। এসব রিকশা, ভ্যান চালকদের বেপরোয়া মনোভাব দ্রুতগতি ও ছোট ছোট শিশুদের কারণে প্রতিনিয়ত এ সমস্থ অবৈধ যানবাহন উল্টে গিয়ে যাত্রীরা আহত হচ্ছে আর আহত যাত্রীদের শেষ পর্যন্ত ঠাই মিলছে হাসপাতালের বেডে। এ বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসন মাঝে একটু ভূমিকা রেখেছিল যার ফলে মাঝে এ সমস্থ অবৈধ গাড়ি চলাচল সাময়িকভাবে বন্ধ ছিল। কিন্তু দিন যেতে না যেতেই পুনরায় আবারও শুরু হয়েছে এ সমস্থ গাড়ির চলাচল। বর্তমান চালকরা জীবননগর শহরেই বেপরোয়াভাবে তাদের মোটরচালিত রিকশা চালিয়ে বেড়াচ্ছে। চালকদের মনোভাব এমন যে তাদেরকে ঠেকানোর কেউ নেই। শহরের মেইন কেন্দ্রে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে এবং বাসষ্ট্র্যান্ড মসজিদের সামনে মোটরচালিত রিকশা, ভ্যান সবচেয়ে বেশি দেখা যায়। অভিযোগ রয়েছে মাঝে এ সমস্থ অবৈধ রিকশা ভ্যানের নিকট থেকে জীবননগর পৌরসভার হাট ইজারাদার প্রতি জনের নিকট থেকে ১০টাকা হারে চাঁদা আদায় করত। আর অবাধে এসব রিকশার দ্রুতগতিতে চলাচলের কারণে শহরসহ গ্রাম অঞ্চলে দূর্ঘটনা হত। গত দুই মাসে মোটরচালিত রিকশা, ভ্যান, নছিমন, করিমনে বেশকয়েকজন নিহতসহ আহত হয়েছেন। এর মধ্যে অনেকের হাত, পা ভেঙ্গেছে। এদিকে এলাকার সচেতন মহল এধরনের অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিষেধাজ্ঞা জারির জন্য উর্দ্ধতন কর্মকর্তাদের আশুহস্তক্ষেপ কামনা শহরবাসী।