ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

জীবননগরে গ্রামীন ফোনের প্রথম স্থান লাভ করার কথা বলে ৩১ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারকচক্র

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:৪৪:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০১৭
  • / ৩২৯ বার পড়া হয়েছে

erreerজীবননগর অফিস: জীবননগরে গ্রামীন ফোন কোম্পানীর লটারীতে আপনি ১ম স্থান লাভ করেছেন বলে প্রতারকচক্র ৩১হাজার টাকা হাতিয়ে নিয়েছে এক সাধারণ গ্রাহকের কাছ থেকে। জানা গেছে, গত বুধবার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুন পাড়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম (২৫)এই প্রতারনার শিকার হয়েছেন । এ ব্যাপারে তরিকুলের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন  গ্রামীন ফোন কোম্পানীর প্রতিনিধি পরিচয়ে ০১৭৪৭১২৫৭৬০,০১৭০৮১৮৩২২১ নাম্মারে আমাকে সকাল ১০টার সময় ফোন দিয়ে শীত কালীন উৎসব উপলক্ষে গ্রামীন ফোনের গ্রাহকদের নিয়ে লটারী করা হয় সেই লটারীতে প্রথম স্থান লাভ করে ৫৫হাজার টাকার পুরস্কার পেয়েছেন বলে আমাকে জানান ,আমি তাদের কথা বিশ্বাস না করে তা এড়িয়ে চলি কিন্তু তারা আমাকে আবারও ফোন দেয় এক পর্যায় তারা আমার সাথে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কথা বলে এবং পুরস্কারের কথা বলে তখন আমি বলি পুরস্কারের জন্য কি করতে হবে ,তখন বলে আপনাকে কিছু করতে হবে না আমাদের অফিসের লোক আপনার কাছে যেয়ে পুরস্কার দিয়ে আসবে আমি তাকে বলি তা হলে ঠিক আছে আমার পুরস্কার দিয়ে যান তখন আমার পরিচয় নেন এবং বলেন আপনার বিকাশ নাম্বারটা আমাদের দেন ,আমি তাদের বিকাশ নাম্বার দিয়ে দিই পরবর্তীতে তারা আমার বিকাশ নাম্বারে একটি ম্যাচেজ দিয়ে দেয় এবং আমি প্রথম পুরস্কার পেয়েছি তা শিওর করে দেয় তিনি আবারও ফোন দিয়ে বলেন এই পুরস্কারের জন্য আপনি ৩১হাজার টাকা বিকাশ করতে হবে আমি তখন তিনাকে বলি তা হলে আমি কি আমার নাম্বারে বিকাশ করব তিনি বলেন অবশ্যাই আপনি আপনার নাম্বারে বিকাশ করবেন তবে ,আমরা একটি আপনার নতুন বিকাশ একাউন্ট খুলে দিয়েছি সেটাতে আমি ৩১হাজার টাকা রিচাজ করেন ,এবং রিচার্জ হয়ে গেলে আমাদের ফোন দিবেন তা হলে দুরত্ব আমাদের লোক আপনার কাছে চলে যাবে ,আমি রিচার্জ করে তাকে বললে তারা বলেন আমরা টাকাটা পেয়ে গেছি ,তবে অপেক্ষা করেন পুরস্কার পাবেন দিন পেরিয়ে সন্ধা হলে তাদের ফোন দিলে তারা আমাকে বলে এটা আমাদের ধান্দা ,কথাই বলে লোভে পাপ পাপে মৃত্যু ,এদিকে  প্রতিনিয়ত সাধারন মানুষ প্রতারক চক্রের হচ্ছেন কিন্তু প্রতারক চক্র ধরা ছোয়ার বাইরে থেকেই যাচ্ছেন । সে কারনে সাধারন মানুষ প্রতারক চক্রের হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের আশুহস্তক্ষেপ কামনা করছেন ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

জীবননগরে গ্রামীন ফোনের প্রথম স্থান লাভ করার কথা বলে ৩১ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারকচক্র

আপলোড টাইম : ০৭:৪৪:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০১৭

erreerজীবননগর অফিস: জীবননগরে গ্রামীন ফোন কোম্পানীর লটারীতে আপনি ১ম স্থান লাভ করেছেন বলে প্রতারকচক্র ৩১হাজার টাকা হাতিয়ে নিয়েছে এক সাধারণ গ্রাহকের কাছ থেকে। জানা গেছে, গত বুধবার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুন পাড়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম (২৫)এই প্রতারনার শিকার হয়েছেন । এ ব্যাপারে তরিকুলের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন  গ্রামীন ফোন কোম্পানীর প্রতিনিধি পরিচয়ে ০১৭৪৭১২৫৭৬০,০১৭০৮১৮৩২২১ নাম্মারে আমাকে সকাল ১০টার সময় ফোন দিয়ে শীত কালীন উৎসব উপলক্ষে গ্রামীন ফোনের গ্রাহকদের নিয়ে লটারী করা হয় সেই লটারীতে প্রথম স্থান লাভ করে ৫৫হাজার টাকার পুরস্কার পেয়েছেন বলে আমাকে জানান ,আমি তাদের কথা বিশ্বাস না করে তা এড়িয়ে চলি কিন্তু তারা আমাকে আবারও ফোন দেয় এক পর্যায় তারা আমার সাথে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কথা বলে এবং পুরস্কারের কথা বলে তখন আমি বলি পুরস্কারের জন্য কি করতে হবে ,তখন বলে আপনাকে কিছু করতে হবে না আমাদের অফিসের লোক আপনার কাছে যেয়ে পুরস্কার দিয়ে আসবে আমি তাকে বলি তা হলে ঠিক আছে আমার পুরস্কার দিয়ে যান তখন আমার পরিচয় নেন এবং বলেন আপনার বিকাশ নাম্বারটা আমাদের দেন ,আমি তাদের বিকাশ নাম্বার দিয়ে দিই পরবর্তীতে তারা আমার বিকাশ নাম্বারে একটি ম্যাচেজ দিয়ে দেয় এবং আমি প্রথম পুরস্কার পেয়েছি তা শিওর করে দেয় তিনি আবারও ফোন দিয়ে বলেন এই পুরস্কারের জন্য আপনি ৩১হাজার টাকা বিকাশ করতে হবে আমি তখন তিনাকে বলি তা হলে আমি কি আমার নাম্বারে বিকাশ করব তিনি বলেন অবশ্যাই আপনি আপনার নাম্বারে বিকাশ করবেন তবে ,আমরা একটি আপনার নতুন বিকাশ একাউন্ট খুলে দিয়েছি সেটাতে আমি ৩১হাজার টাকা রিচাজ করেন ,এবং রিচার্জ হয়ে গেলে আমাদের ফোন দিবেন তা হলে দুরত্ব আমাদের লোক আপনার কাছে চলে যাবে ,আমি রিচার্জ করে তাকে বললে তারা বলেন আমরা টাকাটা পেয়ে গেছি ,তবে অপেক্ষা করেন পুরস্কার পাবেন দিন পেরিয়ে সন্ধা হলে তাদের ফোন দিলে তারা আমাকে বলে এটা আমাদের ধান্দা ,কথাই বলে লোভে পাপ পাপে মৃত্যু ,এদিকে  প্রতিনিয়ত সাধারন মানুষ প্রতারক চক্রের হচ্ছেন কিন্তু প্রতারক চক্র ধরা ছোয়ার বাইরে থেকেই যাচ্ছেন । সে কারনে সাধারন মানুষ প্রতারক চক্রের হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের আশুহস্তক্ষেপ কামনা করছেন ।