দামুড়হুদায় রাষ্ট্রদ্রোহী মামলায় জামায়াতের ৪ নেতাকর্মী জেল হাজতে
- আপলোড টাইম : ১২:০৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০১৭
- / ৩২৭ বার পড়া হয়েছে
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা মডেল থানার রাষ্ট্রদ্রোহী মামলায় ৪জামায়াত নেতাকে জেল হাজতে প্রেরন করেছে আদালত। গতকাল মঙ্গলবার এই ৪ জামায়াত নেতা আদালতে আত্মসমর্পন করলে তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করা হয়। মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালে দামুড়হুদা মডেল থানার পুলিশ সংবাদ পায় দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন জামায়াতের আমীর প্রভাষক শরীফুল আলম মিল্টনের (৪৫) বাড়ি সরকার বিরোধী গোপন বৌঠক করছে জামায়াতের নেতারা। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ মিল্টনের বাড়ী অভিযান চালালে জামায়াতের নেতাকর্মীরা পালিয়ে যায়। সেখান থেকে অস্ত্র, বোমা ও জিহাদী বইসহ চেয়ারম্যান মিল্টনকে আটক করে। এবিষয়ে দামুড়হুদা মডেল থানায় অস্ত্র ও বিস্ফোরণ আইনে একটি ও রাষ্ট্রদ্রোহী আইনে একটি করে পুলিশ বাদী পৃথক দুটি মামলা দায়ের করেন। ওই মামলায় চুয়াডাঙ্গা জেলা ও দামুড়হুদা উপজেলা জামায়াতের শীর্ষ স্থানীয় নেতাকর্মীদের আসামী করা হয়। উক্ত মামলার এজাহারভুক্ত আসামী উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুল গফুর, জামায়াতের রোকন নাসির উদ্দীন, আলাউদ্দীন ও কর্মী মোস্তাফিজুর রহমান মঙ্গলবার দামুড়হুদা আমলী আদালতের বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আব্দুল হালিমের আদালতে আত্মসমর্পন করে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক জামিন না মঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরন করেন।