ফুরফুরা শরীফের পীরজাদা আজ ঝিনাইদহে আসছেন
- আপলোড টাইম : ০১:২১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০১৭
- / ৩৭৪ বার পড়া হয়েছে
ঝিনাইদহ অফিস: ফুরফুরা শরিফের পীর এ কামেল মাদারজাদ ওলী সুলতানুল আরেফিন গাওসুল ওয়াক্ত হযরত ন’হুজুর পীর কেবলা (রহঃ) এর বড় সাহেবজাদা পীর আল্ল¬ামা হযরত মাওলানা বাকী বিল্ল¬াহ্ সিদ্দিকী (রহঃ) এর একমাত্র সাহেবজাদা জমিয়তে জাকেরিণের মুখ্য নির্দেশক পীরজাদা মাওলানা মোহাঃ আল্লামা জবিহহুল্ল¬াহ সিদ্দিকী (মাদ্দাঃ) আজ মঙ্গলবার বাংলাদেশে আসছেন। পীরজাদার সফর সঙ্গী হিসেবে থাকবেন তাঁর একমাত্র ভগ্নিপতি সৈয়দ শাফাকাত হুসেন। বাংলাদেশ সফরকালে পীরজাদা ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়া সায়াদাতিয়া খানকাহ শরীফে অবস্থান করবেন এবং দোয়ার মাহফিলে শরীক হবেন। ঝিনাইদহ সফর শেষে তিনি ঢাকার ট্রপিক্যাল হাইওয়ে হোমস, ৩২/৬/ক, শাহজাদপুর প্রগতি স্মরনী গুলশান এর সায়াদাতিয়া খানকাহ শরীফে তসরিফ নিবেন। বাংলাদেশ সফরকালে তিনি বিভিন্ন স্থানে আয়োজিত দোয়ার মাহফিলে শরিক হবেন। বাংলাদেশে অবস্থানকালে পীরজাদা আল্লামা জবিহুল্লাাহ সিদ্দিকী ০১৭১৫-০৫২৭৯৯ এবং ০১৭১১-১৭০৮০৯ নাম্বার মুঠোফোনে যোগাযোগ করতে ভক্ত অনুরাগীদের অনুরোধ করেছেন। এদিকে পীরজাদার বাংলাদেশে আগমনের খবরে হুজুর কেবলার ভক্ত অনুরাগীদের মাঝে খুশি ও আনন্দের সীমা নেই। ঝিনাইদহ ও ঢাকার সয়াদাতিয়া খানকাহ শরীফে সাজ সাজ রব পড়ে গেছে। পীরজাদাকে এক নজর দেখতে ভক্তরা উদগ্রীব হয়ে আছেন।