ইপেপার । আজ শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

জীবননগর কন্দপপুর গ্রামে নিজ বাড়ির সামনে থেকে মোটরসাইকেল চুরি ফেরত আনতে গিয়েও নগদ টাকা খোয়ালেন গাড়ির মালিক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০১:১৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০১৭
  • / ৩৯৪ বার পড়া হয়েছে

resb

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার কন্দপপুর গ্রামে নিজ বাড়ির সামনে থেকে মোটরসাইকেল চুরি , নগদ টাকা দিয়ে মোটরসাইকেল ফেরত আনতে যেয়ে প্রতারনার শিকার হলেন মোটরসাইকেল মালিক ।জানা গেছে গত ২৭-১২-১৬ইং তারিখে জীবননগর উপজেলার হাসাদহ ইউনিয়নের কন্দপপুর গ্রামের লতিফুর রহমানের ছেলে নাহিদ পারভেজ মিল্টনের ব্যবহিদ ১৩৫সিসি ডিসকভারী মোটরসাইকেল নিজ বাড়ির সামনে রেখে বাড়ির ভিতরে গেলে গাড়িটি চুরি হয়ে যায় অনেক খোজাখুজির পরে ও গাড়িটি না পাওয়ায় গত ২৯-১২-১৬ইং তারিখে জীবননগর থানায় একটি সাধারন ডায়েরী করেন যার নং ১১৯৪ । এদিকে একটি দলের প্রধান চুরি হওয়া মোটরসাইকেল ফেরত দেওয়ার নাম করে ৬০হাজার টাকা নিয়ে সটকে পড়েছে বলে অভিযোগ উঠেছে ।এ ব্যাপারে মোটরসাইকেল মালিক নাহিদ পারভেজ অভিযোগ করে বলেন ২৭ -১২-১৬ইং তারিখে আমার বাড়ির সামনে থেকে মোটরসাইকেল চুরি হয়ে যায় আর গত শনিবার বেদ্যনাথপুর গ্রামের আঃ রহমানের ছেলে জি এম আলী মোর্তুজা ঠান্ডু আমার ফোন দিয়ে বলেন তোর মোটরসাইকেলটি তো চুরি হয়ে গেছে সেটি এখন যশোরের পুরাতন গাড়ি কেনে বাবু নামের এক জনের কাছে আছে সে গাড়িটি ৫৬হাজার টাকায় কিনেছে যদি তুই তাকে ৬০হাজার টাকা দিস তা হলে সে তোকে ওই গাড়িটি ফেরত দেবে ।আমি তার কথায় রাজি হয়ে যায় তাকে আমি বলি কোথায় টাকা দিতে হবে সে আমাকে বলেন বালিহুদার ব্রিজের ওখানে টাকা নিয়ে আসবি সেখানে তোর গাড়ি দিয়ে দেবে আমরা ৪জন থাকায় তারা সেখানে আমাদের কাছে গাড়ি না দিয়ে চলে যায় ,পরবর্তীতে আবার ফোন দিয়ে বলে তুই এশার নামাজের পরে গাড়ি নিয়ে যাবি তখন আমার গাড়ি দেয়নি পরে রবিবার সকালে আমাকে ফোন দিয়ে বলেন আন্দুলবাড়িয়া ইউনিয়নরে দেহাটির বাজারে টাকা নিয়ে আস সেখানে তোমার গাড়ি দেব ,এই কথা বলায়  ঠান্ডু আমি এবং মিশুক ড্রাইভার মজির মিলে দেহাটি বাজারে যায় সেখানে ঠান্ডু আমার কাছ থেকে টাকা নিয়ে বলে ওই তোর গাড়ি তুই ওখানে যেয়ে তোর গাড়িটি নিয়ে আয় ,আমি গাড়ির কাছে যেয়ে দেখি গাড়িটি ১২৫সিসি এ গাড়ি আমার না বললেই একজন হেলমেট পরা পালসার গাড়ি নিয়ে আসা এক ব্যাক্তি ঠান্ডুকে নিয়ে পালিয়ে  যায় ।তিনি আরও বলেন গতকাল বিকালে ঠান্ডু আমাকে ফোন দিয়ে বলে তুই যেন থানায় অভিযোগ করবিনে আমি তোর টাকা ফেরত দিয়ে দেব ।এ ব্যাপারে ঠান্ডুর সাথে ০১৯১৯১৬৬১৮৪ সাথে কথা বলার জন্য চেষ্ঠা করা হলে পরবর্তীতে তা আর সম্ভব হয়নি ।এদিকে জীবননগর উপজেলায় প্রায় ছিনতাই ,ডাকাতি ,চুরি ইত্যাদি বেড়েই চলেছে কিন্তু আসামিরা সব ধরা ছোয়ার বাইরে থেকে চলেছে । এ ধরনের চুরি ,ডাকাতি ,ছিনতাই ইত্যাদি বেড়ে যাওয়ায় এলাকার সাধারন মানুষ আতস্কের মধ্যে দিন কাটাচ্ছে ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

জীবননগর কন্দপপুর গ্রামে নিজ বাড়ির সামনে থেকে মোটরসাইকেল চুরি ফেরত আনতে গিয়েও নগদ টাকা খোয়ালেন গাড়ির মালিক

আপলোড টাইম : ০১:১৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০১৭

resb

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার কন্দপপুর গ্রামে নিজ বাড়ির সামনে থেকে মোটরসাইকেল চুরি , নগদ টাকা দিয়ে মোটরসাইকেল ফেরত আনতে যেয়ে প্রতারনার শিকার হলেন মোটরসাইকেল মালিক ।জানা গেছে গত ২৭-১২-১৬ইং তারিখে জীবননগর উপজেলার হাসাদহ ইউনিয়নের কন্দপপুর গ্রামের লতিফুর রহমানের ছেলে নাহিদ পারভেজ মিল্টনের ব্যবহিদ ১৩৫সিসি ডিসকভারী মোটরসাইকেল নিজ বাড়ির সামনে রেখে বাড়ির ভিতরে গেলে গাড়িটি চুরি হয়ে যায় অনেক খোজাখুজির পরে ও গাড়িটি না পাওয়ায় গত ২৯-১২-১৬ইং তারিখে জীবননগর থানায় একটি সাধারন ডায়েরী করেন যার নং ১১৯৪ । এদিকে একটি দলের প্রধান চুরি হওয়া মোটরসাইকেল ফেরত দেওয়ার নাম করে ৬০হাজার টাকা নিয়ে সটকে পড়েছে বলে অভিযোগ উঠেছে ।এ ব্যাপারে মোটরসাইকেল মালিক নাহিদ পারভেজ অভিযোগ করে বলেন ২৭ -১২-১৬ইং তারিখে আমার বাড়ির সামনে থেকে মোটরসাইকেল চুরি হয়ে যায় আর গত শনিবার বেদ্যনাথপুর গ্রামের আঃ রহমানের ছেলে জি এম আলী মোর্তুজা ঠান্ডু আমার ফোন দিয়ে বলেন তোর মোটরসাইকেলটি তো চুরি হয়ে গেছে সেটি এখন যশোরের পুরাতন গাড়ি কেনে বাবু নামের এক জনের কাছে আছে সে গাড়িটি ৫৬হাজার টাকায় কিনেছে যদি তুই তাকে ৬০হাজার টাকা দিস তা হলে সে তোকে ওই গাড়িটি ফেরত দেবে ।আমি তার কথায় রাজি হয়ে যায় তাকে আমি বলি কোথায় টাকা দিতে হবে সে আমাকে বলেন বালিহুদার ব্রিজের ওখানে টাকা নিয়ে আসবি সেখানে তোর গাড়ি দিয়ে দেবে আমরা ৪জন থাকায় তারা সেখানে আমাদের কাছে গাড়ি না দিয়ে চলে যায় ,পরবর্তীতে আবার ফোন দিয়ে বলে তুই এশার নামাজের পরে গাড়ি নিয়ে যাবি তখন আমার গাড়ি দেয়নি পরে রবিবার সকালে আমাকে ফোন দিয়ে বলেন আন্দুলবাড়িয়া ইউনিয়নরে দেহাটির বাজারে টাকা নিয়ে আস সেখানে তোমার গাড়ি দেব ,এই কথা বলায়  ঠান্ডু আমি এবং মিশুক ড্রাইভার মজির মিলে দেহাটি বাজারে যায় সেখানে ঠান্ডু আমার কাছ থেকে টাকা নিয়ে বলে ওই তোর গাড়ি তুই ওখানে যেয়ে তোর গাড়িটি নিয়ে আয় ,আমি গাড়ির কাছে যেয়ে দেখি গাড়িটি ১২৫সিসি এ গাড়ি আমার না বললেই একজন হেলমেট পরা পালসার গাড়ি নিয়ে আসা এক ব্যাক্তি ঠান্ডুকে নিয়ে পালিয়ে  যায় ।তিনি আরও বলেন গতকাল বিকালে ঠান্ডু আমাকে ফোন দিয়ে বলে তুই যেন থানায় অভিযোগ করবিনে আমি তোর টাকা ফেরত দিয়ে দেব ।এ ব্যাপারে ঠান্ডুর সাথে ০১৯১৯১৬৬১৮৪ সাথে কথা বলার জন্য চেষ্ঠা করা হলে পরবর্তীতে তা আর সম্ভব হয়নি ।এদিকে জীবননগর উপজেলায় প্রায় ছিনতাই ,ডাকাতি ,চুরি ইত্যাদি বেড়েই চলেছে কিন্তু আসামিরা সব ধরা ছোয়ার বাইরে থেকে চলেছে । এ ধরনের চুরি ,ডাকাতি ,ছিনতাই ইত্যাদি বেড়ে যাওয়ায় এলাকার সাধারন মানুষ আতস্কের মধ্যে দিন কাটাচ্ছে ।