ইপেপার । আজ মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

কোটচাঁদপুরে রাস্তার কার্পেটিংয়ের কাজে অনিয়মের অভিযোগ বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০১:৩৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০১৭
  • / ৩৬৪ বার পড়া হয়েছে

ywvvকোটচাঁদপুুর (ঝিনাইদহ) প্রতিনিধি: কোটচাঁদপুরের কুশনা গ্রামের রাস্তার কার্পেটিংয়ের কাজে অনিয়মের অভিযোগ তুলেছেন এলাকাবাসী। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন  ওই মহলটি। কথা হয় ওই গ্রামের ব্যবসায়ী মহাসিন আলীর সঙ্গে তিনি বলেন,পিচ রাস্তায় ছিটানোর পর জায়গায় জায়গায় উচু-নিচু থাকছে সেটা বলতে গেলে লেবারদেও সঙ্গে গোলযোগ বেধে যাচ্ছে। এ ছাড়া দেখার জন্য অফিসের যে লোক আছে তারা তাঁর কথাও শুনছে না। কথা হয় ওই গ্রামের ছাত্র রকিব হাসান প্রান্তর সঙ্গে তিনি বলেন, রাস্তার বিষয় নিয়ে কথা বলতে গেলে গোলযোগ বেধে যায় আমার সঙ্গে। পরে এলাকাবাসী গোলযোগ সামাল দেয়। বিষয়টি নিয়ে কথা হয় এলাকার শহিদুল ইসলামের সঙ্গে তিনি বলেন,বাপু আমরা কিছু বুঝিনা। আর এমন রাস্তা কোন দিন করতে দেখিনি। এখন নাকি এমন মডেল চলছে। তিনি আরো বলেন যে ভাবে রাস্তা রোলার দিচ্ছে তাতে করে একটা বড় গাড়ি গেলে সব পিচ উঠে পড়বে। এখন সরকার যাদের দেখতে দিয়েছে তারা যদি ভাল ভাবে না দেখে তাহলে আমরা কি করতে পারি। আমরা বললে উল্টো বুঝ দিয়ে দিচ্ছে তারা। কথা হয় ওয়ার্ক এ্যাসিটেন্ট বাকের আলীর সঙ্গে তিনি বলেন এ কাজ দেখার দায়িত্ব আমার না। যার কাজ সে ছুটিতে আছে। এ কারনে স্যার আমাকে এখানে দেখতে বলেছে। কত টাকার কাজ ও কত টুকু কাজ তাও জানেন না বলে জানান। কথা হয় অফিস সহকারী তাহাজ্জেল হোসেনের সঙ্গে তিনি বলেন, এটা হল রাস্তা মেরামতের কাজ। প্রায় ২৬ লাখ  টাকা ব্যয়ে ১৪ শ মিটার রাস্তার কাজ হচ্ছে। কথা হয় উপজেলা প্রকৌশলী মো ঃ কামরুজ্জামানের সঙ্গে তিনি বলেন,কাজ খারাপ হয়ার সুযোগ নাই। আমি নিজে সাইডে যাচ্ছি। এ ছাড়া অফিসের লোক তো আছেই। তবে তিনি কত টাকার কতটুকু কাজ তা তিনি জানেন না বলে জানান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

কোটচাঁদপুরে রাস্তার কার্পেটিংয়ের কাজে অনিয়মের অভিযোগ বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর

আপলোড টাইম : ০১:৩৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০১৭

ywvvকোটচাঁদপুুর (ঝিনাইদহ) প্রতিনিধি: কোটচাঁদপুরের কুশনা গ্রামের রাস্তার কার্পেটিংয়ের কাজে অনিয়মের অভিযোগ তুলেছেন এলাকাবাসী। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন  ওই মহলটি। কথা হয় ওই গ্রামের ব্যবসায়ী মহাসিন আলীর সঙ্গে তিনি বলেন,পিচ রাস্তায় ছিটানোর পর জায়গায় জায়গায় উচু-নিচু থাকছে সেটা বলতে গেলে লেবারদেও সঙ্গে গোলযোগ বেধে যাচ্ছে। এ ছাড়া দেখার জন্য অফিসের যে লোক আছে তারা তাঁর কথাও শুনছে না। কথা হয় ওই গ্রামের ছাত্র রকিব হাসান প্রান্তর সঙ্গে তিনি বলেন, রাস্তার বিষয় নিয়ে কথা বলতে গেলে গোলযোগ বেধে যায় আমার সঙ্গে। পরে এলাকাবাসী গোলযোগ সামাল দেয়। বিষয়টি নিয়ে কথা হয় এলাকার শহিদুল ইসলামের সঙ্গে তিনি বলেন,বাপু আমরা কিছু বুঝিনা। আর এমন রাস্তা কোন দিন করতে দেখিনি। এখন নাকি এমন মডেল চলছে। তিনি আরো বলেন যে ভাবে রাস্তা রোলার দিচ্ছে তাতে করে একটা বড় গাড়ি গেলে সব পিচ উঠে পড়বে। এখন সরকার যাদের দেখতে দিয়েছে তারা যদি ভাল ভাবে না দেখে তাহলে আমরা কি করতে পারি। আমরা বললে উল্টো বুঝ দিয়ে দিচ্ছে তারা। কথা হয় ওয়ার্ক এ্যাসিটেন্ট বাকের আলীর সঙ্গে তিনি বলেন এ কাজ দেখার দায়িত্ব আমার না। যার কাজ সে ছুটিতে আছে। এ কারনে স্যার আমাকে এখানে দেখতে বলেছে। কত টাকার কাজ ও কত টুকু কাজ তাও জানেন না বলে জানান। কথা হয় অফিস সহকারী তাহাজ্জেল হোসেনের সঙ্গে তিনি বলেন, এটা হল রাস্তা মেরামতের কাজ। প্রায় ২৬ লাখ  টাকা ব্যয়ে ১৪ শ মিটার রাস্তার কাজ হচ্ছে। কথা হয় উপজেলা প্রকৌশলী মো ঃ কামরুজ্জামানের সঙ্গে তিনি বলেন,কাজ খারাপ হয়ার সুযোগ নাই। আমি নিজে সাইডে যাচ্ছি। এ ছাড়া অফিসের লোক তো আছেই। তবে তিনি কত টাকার কতটুকু কাজ তা তিনি জানেন না বলে জানান।