দামুড়হুদা মডেল থানা পুলিশের আটক অভিযান অব্যাহত ইট ভাটায় চাঁদাবাজির ঘটনায় ডাকাতসহ আটক ৪
- আপলোড টাইম : ০২:১৯:২৪ অপরাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০১৭
- / ৩৯৯ বার পড়া হয়েছে
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা মডেল থানা পুলিশের অভিযানে চাঁদাবাজ চক্রের সক্রিয় ২ সদস্য ও এক ডাকাতসহ ৪ জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে। আটককৃতরা হলো: চাঁদাবাজ দামুড়হুদার বোয়ালমারী গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে খোরশেদ (৫৫), শিবনগর গ্রামের পিজির মন্ডলেরে ছেলে রফিকুল ইসলাম আপু (২৮), ডাকাত হাতিভাঙ্গা গ্রামের আইনাল হোসেনের ছেলে কামরুজ্জামান ও চারুলিয়া গ্রামের নূর মহাম্মদের ছেলে শানেরুল (৩২)। বৃহস্পতিবার দিনগত রাতে অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, দীর্ঘদিন ধরে জেলার দামুড়হুদার বিভিন্ন ইট ভাটায় হত্যাসহ বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করে আসছিল একটি সংঘবদ্ধচক্র। এই চক্রের সক্রিয় সদস্য খোরশেদ ও আপু। এই চাঁদাবাজ চক্রের মূলহোতা কুখ্যাত সন্ত্রাসী জামু বাহিনীর প্রধান জামুর (জামু বর্তমানে ভারতে অবস্থান করছে) অনুচর বা সহযোগী হিসেবে এরা ২ জন কাজ করতো। জামুর দাবীকৃত চাঁদার টাকা সংগ্রহ করে সময় সুযোগ বুঝে অবৈধ পথে ভারতে জামুর কাছে পৌছে দিয়ে আসতো। এছাড়া ডাকাতির সাথে জড়িত থাকার সন্দেহে একটি ডাকাতি মামলার আসামী হিসেবে কামরুজ্জামান ও আপুকে আটক করা হয়। দামুড়হুদা মডেল থানার ওসি তদন্ত আ. খালেক জানান, সন্ত্রাসী জামুর মোবাইল ফোন ট্রাকিং করে খোরশেদ ও আপুকে এবং কামরুজ্জামান ও আপুকে বৃহস্পতিবার দিনগত রাত ১২টা থেকে ২ মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কে নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়। তিনি আরও জানান, শুক্রবার দুপুরে আটককৃত ৪জনকে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করলে বিজ্ঞ আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।