দর্শনা কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে মিল এলাকা সরগরম
- আপলোড টাইম : ০২:১২:২৭ অপরাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০১৭
- / ৩২০ বার পড়া হয়েছে
দর্শনা অফিস: দর্শনা কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা তাদের নিজ নিজ অবস্থান শক্ত করতে মিল এলাকায় নানা রকমের মহড়া প্রদর্শন করছে। কার কত ভোটার আছে তা প্রদর্শন করতে প্রার্থীর পক্ষে মিছিল ও সভা অব্যাহত রেখেছে। গতকাল সন্ধ্যায় কেরু মিল এলাকায় প্রার্থীদের কার্যালয় চত্বরে ভোটারদের নিয়ে সভা করেছে। সাধারণ সম্পাদক প্রার্থী মাসুদুর রহমান তার কর্মী সমর্থকদের নিয়ে মিল এলাকায় মিছিল করে। সভাপতি প্রার্থী এছাড়া মোস্তাফিজুর রহমান, তৈয়ব আলী, হাফিজুল ইসলাম ও ফিরোজ আহম্মেদ সবুজ তাদের নিজ কার্যালয়ে কর্মী সমাবেশ করেছে বলে জানা যায়। এছাড়া সাধারণ সম্পাদক প্রার্থী ইসমাইল হোসেন ও মনিরুল ইসলাম প্রিন্স তাদের কর্মীদের নিয়ে ঘরোয়া আলোচনা করেছেন বলে জানা গেছে। তবে চূড়ান্ত ভোটার তালিকা না হওয়ায় প্রার্থীর কিছু কিছু ক্ষেত্রে সকল শ্রমিক কাছেই ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা। এবিষয় সভাপতি প্রার্থী হাফিজুল ইসলাম জানান, অস্থায়ী শ্রমিকরাও এবার ভোটার হবে বলে জানা গেছে। তবে কোন ধরণের অস্থায়ী শ্রমিক ভোটার হবে তা এখনো জানা যায়নি। সভাপতি প্রার্থী তৈয়ব আলী, মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক প্রার্থী মাসুদুর রহমান জানান, গত বারের নির্বাচনে মৌসুমে, স্থায়ী এবং সেটাপের অনুকুলে চুক্তি ভিত্তিক জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন পায় এবং নিয়োগ প্রাপ্ত শ্রমিকরা ভোটার হতে পারবে। নির্বাচন কমিশনের চূড়ান্ত তালিকা হওয়ার পর সঠিক ভোটার কারা তা জানা যাবে।