ইপেপার । আজ মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

জীবননগরে জমজমাট তাড়ির আড্ডা! অতিষ্ঠ চাষীরা মাতালদের আনাগোনাই ফসল নষ্ট

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১২:০৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০১৭
  • / ১২০৭ বার পড়া হয়েছে

NuruzzamanLabublog_1304512555_30-32

জীবননগর অফিস: জীবননগরে খেজুরের রসের তাড়ির আড্ডা জমজমাটভাবে বেড়ে চলেছে, মাতালদের আনাগোনাই লক্ষ লক্ষ টাকার ফসল নষ্ট। জানা গেছে জীবননগর উপজেলার নব-গঠিত কেডিকে ইউনিয়নের খয়েরহুদা গ্রামের উত্তর মাঠে এবং দক্ষিন মাঠে খয়েরহুদা গ্রামের ঘরজামাই আকছেদসহ একই গ্রামের মান্নানের ছেলে টুকু, মৃত চোনোর ছেলে লিটন, মৃত বিশারতের ছেলে ছোট খোকা মিলে খেজুর গাছের রস তাড়ি বানিয়ে প্রকাশ্য বিক্রি করছে। পাশাপাশি এলাকার যুব সমাজ ধ্বংশসহ মাতাল অবস্থায় এলাকার কৃষকদের ফসল নষ্ট করছে বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে এলাকার সাধারন কৃষকরা অভিযোগ করে বলেন আকছেদ খয়েরহুদা গ্রামের ঘর জামাই থাকে। সে এই এলাকায় খেজুরের রসের মধ্যে নেশাদল মিশিয়ে তাড়ি বানায়। সেই তাড়ি মাঠের ভট্টার ভিতরে রাখে বিকাল হলেই এলাকাসহ বিভিন্ন অঞ্চল থেকে মাতালরা তাড়ি খেয়ে মাতলামি করে। সাথে সাথে মাতাল অবস্থায় মসুরি চারা, ভূট্টা গাছসহ বিভিন্ন ফসলাবাদি নষ্ট করছে। আমরা এ সমস্থ মাতালদের নিষেধ করলে তারা আমাদের উপরে চড়াও হয়ে ওঠে এমন কি মাতালদের সাথে মিলে তাড়ি ব্যবসায়ী আকছেদও আমাদের উপরে চড়াও হয়। শুধু চড়াও হয়েই ক্ষান্ত নয় সে আমাদের ফসল কেটে সাবাড় করবে বলেও হুমকি ধামকি দিয়ে থাকে। সে কারনে তার বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পায় না। তাই এলাকার চাষীরা তাড়ির আড্ডা বন্ধ করতে পুলিশ প্রশাসনের আশুহস্তক্ষেপ কামনা করছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

জীবননগরে জমজমাট তাড়ির আড্ডা! অতিষ্ঠ চাষীরা মাতালদের আনাগোনাই ফসল নষ্ট

আপলোড টাইম : ১২:০৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০১৭

NuruzzamanLabublog_1304512555_30-32

জীবননগর অফিস: জীবননগরে খেজুরের রসের তাড়ির আড্ডা জমজমাটভাবে বেড়ে চলেছে, মাতালদের আনাগোনাই লক্ষ লক্ষ টাকার ফসল নষ্ট। জানা গেছে জীবননগর উপজেলার নব-গঠিত কেডিকে ইউনিয়নের খয়েরহুদা গ্রামের উত্তর মাঠে এবং দক্ষিন মাঠে খয়েরহুদা গ্রামের ঘরজামাই আকছেদসহ একই গ্রামের মান্নানের ছেলে টুকু, মৃত চোনোর ছেলে লিটন, মৃত বিশারতের ছেলে ছোট খোকা মিলে খেজুর গাছের রস তাড়ি বানিয়ে প্রকাশ্য বিক্রি করছে। পাশাপাশি এলাকার যুব সমাজ ধ্বংশসহ মাতাল অবস্থায় এলাকার কৃষকদের ফসল নষ্ট করছে বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে এলাকার সাধারন কৃষকরা অভিযোগ করে বলেন আকছেদ খয়েরহুদা গ্রামের ঘর জামাই থাকে। সে এই এলাকায় খেজুরের রসের মধ্যে নেশাদল মিশিয়ে তাড়ি বানায়। সেই তাড়ি মাঠের ভট্টার ভিতরে রাখে বিকাল হলেই এলাকাসহ বিভিন্ন অঞ্চল থেকে মাতালরা তাড়ি খেয়ে মাতলামি করে। সাথে সাথে মাতাল অবস্থায় মসুরি চারা, ভূট্টা গাছসহ বিভিন্ন ফসলাবাদি নষ্ট করছে। আমরা এ সমস্থ মাতালদের নিষেধ করলে তারা আমাদের উপরে চড়াও হয়ে ওঠে এমন কি মাতালদের সাথে মিলে তাড়ি ব্যবসায়ী আকছেদও আমাদের উপরে চড়াও হয়। শুধু চড়াও হয়েই ক্ষান্ত নয় সে আমাদের ফসল কেটে সাবাড় করবে বলেও হুমকি ধামকি দিয়ে থাকে। সে কারনে তার বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পায় না। তাই এলাকার চাষীরা তাড়ির আড্ডা বন্ধ করতে পুলিশ প্রশাসনের আশুহস্তক্ষেপ কামনা করছে।